বিষয়বস্তুতে চলুন

২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব একটি ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য বাছাইপর্বের একটি অংশ।[][] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৬২টি দলকে নিয়ে ১২টি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। [টীকা ১] ২০১৮ সালেই পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতায়- আফ্রিকা (৩ গ্রুপ), আমেরিকার (২), এশিয়ার (২), পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় (২) এবং ইউরোপ (৩) গ্রুপের খেলা সম্পন্ন হয়। সেরা ২৫টি দল নিয়ে ২০১৯ সালে শুরু হয় ৫টি অঞ্চলে আঞ্চলিক ফাইনাল, যেখানে সাতটি দল অগ্রসর হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায়,[][টীকা ২] সাথে থাকবে আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ এর র‍্যাংকিং এ থাকা সর্বনিম্ন ছয়টি দল।[]

প্রতি গ্রুপে ছয়টি করে ৩ গ্রুপে মোট আঠারটি দেশ ইউরোপীয় অঞ্চলের প্রাথমিক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।[] ২০১৮ সালের ২৯ আগস্ট এবং ২ সেপ্টেম্বরের মধ্যে সবগুলো খেলা নেদারল্যান্ডস-এ অনু্ষ্ঠিত হয়। প্রতি গ্রুপের সেরা ২টি দল অগ্রসর হয় আঞ্চলিক ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইউরোপ অঞ্চলের দুটি দল। [] এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারী ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর আঞ্চলিক ফাইনাল এবং বাছাইপর্বের অনুষ্ঠিত সকল খেলা হবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। []

পূর্ব নির্ধারতি খেলার সূচীর প্রথম দিনের ৩টি বাছাইপর্বের খেলা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।[] পরিত্যক্ত সবকটি খেলাগুলি পুন-অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বরাদ্ধকৃত দিন, ৩১ আগস্ট ২০১৮।[][] ডেনমার্কজার্মানি গ্রুপ এ থেকে আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়।[১০][১১] তাদের সাথে যুক্ত হয় গ্রুপ বি থেকে ইতালিজার্সি,[১১][১২] এবং গ্রুপ সি থেকে নরওয়েগার্নসি[১০][১১]

আঞ্চলিক ফাইনাল খেলাটি ২০১৯ এর জুনে অনুষ্ঠিত হয় গার্নসিতে[১৩][১৪] জার্সি আঞ্চলিক ফাইনালে জয় লাভ করে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্যতা অর্জন করে নেয়।[১৫] জার্সি এবং জার্মানি সমান পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে, কিন্তু জার্সি এগিয়ে যায় নেট রান রেটের কারণে। [১৬]

গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি

গ্রুপ এ

[সম্পাদনা]
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব, গ্রুপ এ
তারিখ২৯ আগস্ট – ২ সেপ্টেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক নেদারল্যান্ডস
বিজয়ী ডেনমার্ক
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়জার্মানি ডেনিয়েল ওয়েস্টন
সর্বাধিক রান সংগ্রহকারীজার্মানি ডেনিয়েল ওয়েস্টন (১৮০)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রিয়া ওয়াকার জালমাই (১০)

পয়েন্ট টেবিল

[সম্পাদনা]
দল [১৭] খে হা ড্র ফহ এনআরআর Status
 ডেনমার্ক (Q) ১০ +৩.৩১৮ আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
 জার্মানি (Q) +২.৫২৭
 অস্ট্রিয়া +০.৭২৯
 ফ্রান্স –২.৪৭৩
 পর্তুগাল –০.৮০৪
 সাইপ্রাস –২.৩৬১

(Q) আঞ্চলিক ফাইনালে অগ্রসর।

খেলার সূচী

[সম্পাদনা]
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
পর্তুগাল 
১১৮/৩ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১১৯/৪ (১৬.১ ওভার)
তারিক আজিজ ৩২* (৩২)
ইমরান আসিফ ২/২৪ (৪ ওভার)
বিলাল জালমাই ৪৭ (৩৪)
পাউলো বুচিমাজ্জা ২/২২ (৪ ওভার)
অস্ট্রিয়া ৬ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: নাঈম আশরাফ (ইংল্যান্ড) এবং মাইকেল ফস্টার (আয়ার‍ল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিলাল জালমাই (অস্টিয়া)
  • পর্তুগাল টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
জার্মানি 
১৭৯/৭ (২০ ওভার)
 সাইপ্রাস
৭০/৯ (১২ ওভার)
অমিত শর্মা ৬৯ (৫২)
আব্দুল মানান ২/২৯ (৪ ওভার)
শোয়াইব আহমেদ ২৬ (২০)
আব্দুল শাকুর রাহিমজেই ৪/৯ (৩ ওভার)
জার্মানি ৪৬ রানে বিজয়ী (ডি/এল)
স্পোর্টপার্ক মার্স্কালকারওয়ের্ড, উটরেক্ট।
আম্পায়ার: কেন্ট পিডারসেন (ডেনমার্ক) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: অমিত শর্মা (জার্মানি)
  • সাইপ্রাস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে সাইপ্রাসকে ১২ ওভারে ১১৭ রানের নতুন টার্গেট দেয়া হয়।
২৯ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
ফ্রান্স 
১০৩/৭ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১০৪/২ (১১.১ ওভার)
নোমান আমজাদ ২৬ (১৯)
ওয়াকার জালমাই ৩/৩৩ (৪ ওভার)
শাদনান খান ৪২* (২৩)
মোবাশার আশরাফ ১/১২ (২ ওভার)
অস্ট্রিয়া ৮ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: মাইকেল ফস্টার (আয়ারল্যান্ড) এবং সুই রেডফের্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাদনান খান (Aut)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
জার্মানি 
৮৬/৮ (২০ ওভার)
 ডেনমার্ক
২৫/০ (৫.১ ওভার)
রিশি পিল্লাই ২২ (৩৫)
সানজীব থানিকাইথাসান ২/১৪ (৩ ওভার)
হামিদ শাহ ১৮* (২১)
ডেনমার্ক ৮ রানে বিজয়ী (ডিএল)
স্পোর্টপার্ক মার্স্কালকারওয়ের্ড, উটরেক্ট।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদা.) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ শাহ (Den)
  • জার্মানি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ডেনমার্ক 
১৮৯/৬ (২০ ওভার)
 সাইপ্রাস
২৮ (১৮.৩ ওভার)
হামিদ শাহ ৭৮ (৪৯)
আব্দুল মানান ২/৩০ (৪ ওভার)
মোহসিন রাজা ৫ (৫)
নিকোলাজ লায়েগসগার্ড ৩/৫ (৪ ওভার)
ডেনমার্ক ১৬১ রানে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: নাঈম আশরাফ (ইংল্যান্ড) এবং এবং মাইকেল ফস্টার (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ শাহ (Den)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ফ্রান্স 
১১৪/৮ (২০ ওভার)
 পর্তুগাল
১১২/৭ (২০ ওভার)
নোমান নাঈম ৩২ (২৯)
তারিক আজিজ ৩/১৯ (৩ ওভার)
তারিখ আজিজ ৪৮ (৫১)
মোবাশার আশরাফ ২/২৫ (৪ ওভার)
ফ্রান্স ২ রানে বিজয়ী
স্পোর্টপার্ক মার্স্কালকারওয়ের্ড, উটরেক্ট।
আম্পায়ার: কেন্ট পিডারসেন (ডেনমার্ক) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: তারিক আজিজ (Por)
  • পর্তুগাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
ডেনমার্ক 
১১৮ (১৯.৫ ওভার)
 অস্ট্রিয়া
১১১ (২০ ওভার)
মাডস হেনরিকসেন ৩৮ (৩৯)
ইমরান আফিস ৩/২১ (৪ ওভার)
ইমরান আসিফ ২২ (২৪)
আন্দ্রেস বুলো ২/১৩ (৪ ওভার)
ডেনমার্ক ৭ রানে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: নাঈম আশরাফ (ইংল্যান্ড) এবং আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদা.)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাডস হেনরিকসেন (Den)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
জার্মানি 
২০৭/৪ (২০ ওভার)
 ফ্রান্স
৮৭/৫ (২০ ওভার)
মুদাসসার মুহাম্মদ ৭৮ (৫০)
মুবাশার আশরাফ ২/৩৬ (৩ ওভার)
নোমান আমজাদ ৩২ (৩৯)
তালহা খান ১/৫ (২ ওভার)
জার্মানি ১২০ রানে বিজয়ী
স্পোর্টপার্ক মার্স্কালকারওয়ের্ড, উটরেক্ট।
আম্পায়ার: কেন্ট পিডারসেন (ডেনমার্ক) এবং সুই রেডফের্ন (ইংল্যান্ড)
  • ফ্রান্স টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
পর্তুগাল 
১০৯/৮ (২০ ওভার)
 জার্মানি
১১০/২ (১৫.২ ওভার)
জোহাইব সারওয়ার ৩৪ (২৪)
আব্দুল-শাকুর রাহিমজেই ২/১৩ (৩ ওভার)
ডেনিয়েল ওয়েস্টন ৫৮* (৪৪)
খলিল আজিজ ১/২৩ (২ ওভার)
জার্মানি ৮ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: সুই রেডফের্ন (ইংল্যান্ড) এবং আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদা.)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেনিয়েল ওয়েস্টন (Ger)
  • পর্তুগাল টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
সাইপ্রাস 
১৪৭ (১৯.২ ওভার)
 অস্ট্রিয়া
১৩৯/৯ (২০ ওভার)
শোয়াইব আহমেদ ৬০ (৪৬)
ওয়াকার জালমাই ২/১৬ (৪ ওভার)
অমর নাঈম ৫৯ (৪৯)
আযান বেগ ৩/২০ (৩ ওভার)
সাইপ্রাস ৮ রানে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ২, দেভেন্টার।
আম্পায়ার: মাইকেল ফস্টার (আয়ারল্যান্ড) এবং কেন্ট পিডারসেন (ডেনমার্ক)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়াইব আহমেদ (Cyp)
  • সাইপ্রাস টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
পর্তুগাল 
৮১ (১৮.৪ ওভার)
 ডেনমার্ক
৮৫/৩ (১৫.১ ওভার)
উমর ফারুক ২৮ (৩৬)
সাদ আহমদ ৪/১৭ (৩ ওভার)
আন্দ্রেস বুলো ৩৫ (৩৪)
সুরিন্দার শর্মা ২/২০ (৪ ওভার)
ডেনমার্ক ৭ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: সুই রেডফের্ন (ইংল্যান্ড) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাদ আহমদ (Den)
  • পর্তুগাল টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
সাইপ্রাস 
১১৩ (১৮.৫ ওভার)
 ফ্রান্স
১১৪/৬ (১৮.৪ ওভার)
আযান বেগ ২০ (৯)
পল আলম ৩/১৫ (৪ ওভার)
নোমান নাঈম ৪৪ (৪৫)
মাঙ্গালা কেটিয়াগি ২/১০ (২ ওভার)
ফ্রান্স ৪ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ২, দেভেন্টার।
আম্পায়ার: নাঈম আশরাফ (ইংল্যান্ড) এবং কেন্ট পিডারসেন (ডেনমার্ক)
  • সাইপ্রাস টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
অস্ট্রিয়া 
১৪২/৬ (২০ ওভার)
 জার্মানি
১৪০/৬ (২০ ওভার)
আরমান রানদাওয়া ৪২ (২৭)
আহমেদ ওয়ারডাক ২/২৯ (৪ ওভার)
ডেনিয়েল ওয়েস্টন ৫১ (৫৬)
ওয়াকার জালমাই ৩/২৩ (৪ ওভার)
অস্ট্রিয়া ২ রানে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: মাইকেল ফস্টার (আয়ার‍ল্যান্ড) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: আরমান রানদাওয়া (Aut)
  • অস্ট্রিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ডেনমার্ক 
১৭৬/৫ (২০ ওভার)
 ফ্রান্স
১০৩/৮ (২০ ওভার)
রিজওয়ান মাহমুদ ৭২ (৫০)
নোমান আমজাদ ২/৪৩ (৪ ওভার)
জুবাইদ আহমদ ২৭ (২৫)
ওলিভার হাল্ড ৩/১০ (৪ ওভার)
ডেনমার্ক ৭৩ রানে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ২, দেভেন্টার।
আম্পায়ার: নাঈম আশরাফ (ইংল্যান্ড) এবং আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদা.)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিজওয়ান মাহমুদ (Den)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
২ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
সাইপ্রাস 
১১৪/৮ (২০ ওভার)
 পর্তুগাল
১১৫/৫ (১৮.১ ওভার)
রফিকুল ইসলাম ২৪ (১৫)
পাওলো বুচিমাজ্জা ২/১৫ (৪ ওভার)
আর্সলান আহমেদ ৪৯ (৩৪)
সৈয়দ হোসাইন ২/২৩ (৪ ওভার)
পর্তুগাল ৫ উইকেটে বিজয়ী
স্পোর্টসপার্ক হেট স্কুটসভেল্ড গ্রাউন্ড ১, দেভেন্টার।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদা.) এবং রিচার্ড ভেলিয়ার্ড (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: পাওলো বুচিমাজ্জা (Por)
  • সাইপ্রাস টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

গ্রুপ বি

[সম্পাদনা]
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব, গ্রুপ বি
তারিখ২৯ আগস্ট – ২ সেপ্টেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক নেদারল্যান্ডস
বিজয়ী ইতালি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারীইতালি নিকোলাস মাইলো (২০৫)
সর্বাধিক উইকেটধারীজার্সি (দ্বীপপুঞ্জ) বেন স্টেভেন্স (১৪)

পয়েন্ট টেবিল

[সম্পাদনা]
Team[১৭] খে ড্র ফহ এনআরআর অবস্থা
 ইতালি (Q) ১০ +১.৬৯৬ আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
 জার্সি (Q) +২.১১৩
 স্পেন –০.৪৪৫
 বেলজিয়াম –০.৮০৬
 ফিনল্যান্ড –১.২৭৬
 আইল অব ম্যান –১.৬৫৭

(Q) আঞ্চলিক ফাইনালের যোগ্য

খেলার সূচী

[সম্পাদনা]
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ইতালি 
১৪৭/৯ (২০ ওভার)
 স্পেন
১১৫/৬ (২০ ওভার)
নিকোলাস মাইয়েলো ৪১ (৩৭)
আতিফ মেহমুদ ৪/২১ (৪ ওভার)
পল হানেসী ৪০ (৪৩)
মাইকেল রস ২/১৭ (২ ওভার)
ইতালি ৩২ রানে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভুরবার্গ
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং সুতান সেলভাচান্দ্রান (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস মাইয়লো (Ita)
  • স্পেন টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
আইল অব ম্যান 
১২১/৪ (২০ ওভার)
 বেলজিয়াম
১২২/৭ (১৯.৪ ওভার)
অলিভার ওয়েবস্টার ৪২* (৩৩)
আশিকুল্লাহ সাইদ ২/১৩ (৪ ওভার)
ফাইসাল খালিক ২৩* (২১)
ক্রিস ল্যাংফর্ড ২/১৮ (৪ ওভার)
বেলজিয়াম ৩ উইকেটে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টালভেন
আম্পায়ার: রাফি আহমেদ (নেদা) এবং জেসপার জেনসেন (ডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: আশিকুল্লাহ সাইদ (Bel)
  • আইল অফ ম্যান টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩১ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
জার্সি 
১১২/৮ (২০ ওভার)
 ইতালি
১১৩/৫ (১৭.৫ ওভার)
জুলিয়াস সুমেরাউয়ার ৩০ (২৯)
বলজিত সিং ২/১১ (৪ ওভার)
জাসপ্রীত সিং ৩২ (২৩)
বেনজামিন ওয়ার্ড ২/১১ (২ ওভার)
ইতালি ৫ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভুরবার্গ
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং অ্যালেক্স ডউডলস (স্কট)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাসপ্রীত সিং (Ita)
  • ইতালি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
২৯ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
আইল অব ম্যান 
১৩৬/৫ (২০ ওভার)
 ফিনল্যান্ড
৩৪/৩ (৭ ওভার)
নাথান নাইটস ৩৬ (৩৩)
মানীষ চৌহান ১/২০ (৪ ওভার)
নূরুল হুদা ১/২০ (৪ ওভার)
জনাথান স্কামান্স ১৮ (১৯)
নিকোলাস হোয়াইট ১/৪ (১ ওভার)
আইল অফ ম্যান ১৪ রানে বিজয়ী (ডি/এল)
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টালভেন
আম্পায়ার: জেসপার জেনসেন (ডেস) এবং হেথ কেয়ার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথান নাইটস (IoM)
  • ফিনল্যান্ড টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির কারণে ফিনল্যান্ডকে ৭ ওভারে ৪৯ রানে নতুন লক্ষ্যমাত্রা দেয়া হয়।

৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ফিনল্যান্ড 
১২২ (১৯.৪ ওভার)
 বেলজিয়াম
১২৬/৭ (১৯.৫ ওভার)
নাথান কলিন্স ৭৪ (৬৩)
ফাইসাল খালিক ৪/৯ (৪ ওভার)
শাহেরিয়ার ভাট ৬১ (৪৮)
হারিহারন দান্দাপানি ২/১৬ (৩.৫ ওভার)
বেলজিয়াম ৩ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভুরবার্গ
আম্পায়ার: রাফি আহমেদ (নেদা) এবং সুতান সেলভাচান্দ্রান (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাইসাল খালিক (Bel)
  • ফিনল্যান্ড টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
স্পেন 
৯২/৮ (২০ ওভার)
 জার্সি
৯৩/০ (১৪.৪ ওভার)
ইয়াসির আলী ২১ (৩০)
বেনজামিন ওয়ার্ড ৩/১৬ (৪ ওভার)
বেনজামিন ওয়ার্ড ৫৪* (৪৬)
জার্সি ১০ উইকেটে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টালভেন
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং সায়মন ওয়েল্চ (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেনজামিন ওয়ার্ড (Jer)
  • স্পেন টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
ইতালি 
১৪৭/২ (২০ ওভার)
 ফিনল্যান্ড
৯১ (১৮.৫ ওভার)
মানপ্রীত সিং ৫০ (৩৮)
তন্ময় সাহা ১/২৭ (৩ ওভার)
অনিকেত পুস্তিয়া ২১ (১৮)
মাডুপা ফারনেন্ডো ৪/২২ (৪ ওভার)
ইতালি ৫৬ রানে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভুরবার্গ
আম্পায়ার: রাফি আহমেদ (নেদা) এবং সুরেন্দিরান শানমুগান (ইং)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাডুপা ফারনেন্ডু (Ita)
  • ইতালি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
জার্সি 
১৫৬/৪ (২০ ওভার)
 আইল অব ম্যান
১০২ (১৮.২ ওভার)
বেন স্টেভেনস ৭৫ (৫৫)
কিরান চৌটে ৪/২৭ (৪ ওভার)
ডেনিয়েল নাইভটন ২৩ (২৭)
হারিসন কারলিয়ন ৩/১২ (৩.২ ওভার)
জার্সি ৫৪ রানে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টালভেন
আম্পায়ার: এন্ড্রু বেয়ার্ড (স্কট) এবং সায়মন ওয়েল্চ (গার্নসি)
  • জার্সি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
আইল অব ম্যান 
৮৭ (২০ ওভার)
 স্পেন
৮৯/৪ (১৩.৪ ওভার)
অলিভার ওয়েবস্টার ১৭ (১৮)
রবি পাঞ্চাল ৩/১৩ (৪ ওভার)
ইয়াসির আলী ৩০ (২৯)
ক্রিস ল্যাংফর্ড ২/১৮ (২.৪ ওভার)
স্পেন ৬ উইকেটে বিজয়ী
হাজেলআরোয়েগ স্টেডিয়ন, রুটেরডাম
আম্পায়ার: রাকবীর হাসান (ইতা) এবং ফিলিজ থম্পসন (আয়ার)
  • আইল অফ ম্যান টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
বেলজিয়াম 
১৪১/৯ (২০ ওভার)
 ইতালি
১৪৪/৪ (১৮.২ ওভার)
মামুন লতিফ ৩৯ (৩৪)
রাকিবুল হাসান ৩/১৭ (৪ ওভার)
নিকোলাস মাইয়লো ৫৭* (৪২)
রেইহান ফাইজ ২/৩৩ (৩ ওভার)
ইতালি ৬ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক থার্লেডে, স্কেইদাম
আম্পায়ার: এন্ড্রু বেয়ার্ড (স্কট) এবং সুরেন্দিরান শানমুগান (ইং)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস মাইয়লো (Ita)
  • বেলজিয়াম টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
ফিনল্যান্ড 
১১৯/৬ (২০ ওভার)
 স্পেন
৯১/৯ (২০ ওভার)
নাথান কলিন্স ৫০ (৫০)
ইয়াসির আলী ২/১৪ (৩ ওভার)
ইয়াসির আলী ২১ (৩৩)
শোয়াইব কোরেশী ২/১৪ (৪ ওভার)
ফিনল্যান্ড ২৮ রানে বিজয়ী
হাজেলআরোয়েগ স্টেডিয়ন, রুটেরডাম
আম্পায়ার: রাকবীর হাসান (ইতা) এবং সুতান সেলভাচান্দ্রান (জার্সি)
  • স্পেন টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
বেলজিয়াম 
৮৯ (১৯.৫ ওভার)
 জার্সি
৯০/২ (১০.২ ওভার)
আব্দুল রশিদ ২২ (১৯)
বেন স্টেভেনস ৪/১০ (৪ ওভার)
জন্টি জেনার ৩৬* (৪১)
রেইহান ফাইজ ১/১৪ (১ ওভার)
জার্সি ৮ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক থার্লেডে, স্কেইদাম
আম্পায়ার: অ্যালেক্স ডউডলস (স্কট) এবং সুরেন্দিরান শানমুগান (ইং)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টেভেনস (Jer)
  • বেলজিয়ামটসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
আইল অব ম্যান 
১১৩ (১৯.২ ওভার)
 ইতালি
১১৪/২ (১৩.৩ ওভার)
নাথান নাইটস ৩০ (১৬)
নিকোলাস মাইয়লো ৩/১১ (৪ ওভার)
মানপ্রীত সিং ৪৭ (৩৯)
মেথ্যু আনসেল ১/১৪ (৪ ওভার)
ইতালি ৮ উইকেটে বিজয়ী
হাজেলআরোয়েগ স্টেডিয়ন, রুটেরডাম
আম্পায়ার: এন্ড্রু বেয়ার্ড (স্কট) এবং সুরেন্দিরান শানমুগান (ইং)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস মাইয়েলো (Ita)
  • ইতালি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
জার্সি 
১৩০/৮ (২০ ওভার)
 ফিনল্যান্ড
৬৬ (১৫.৩ ওভার)
জন্টি জানের ৪০ (২৮)
হারিহরন দান্দাপানি ৩/১৯ (৪ ওভার)
পিটার গালাগের ১১ (৮)
বেন কাইনমেন ৪/১০ (২.৩ ওভার)
জার্সি ৬৪ রানে বিজয়ী
স্পোর্টপার্ক থার্লেডে, স্কেইদাম
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ার)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেনজামিন ওয়ার্ড (Jer)
  • জার্সি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
২ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
বেলজিয়াম 
১২৬/৬ (২০ ওভার)
 স্পেন
১২৭/৬ (১৯.১ ওভার)
শাহেরিয়ার ভাট ৪৬* (৪৪)
ইয়াসির আলী ২/১৮ (৩ ওভার)
ইয়াসির আলী ৪০ (৪৫)
শাহেরিয়ার ভাট ২/২৬ (৪ ওভার)
স্পেন ৪ উইকেটে বিজয়ী
হাজেলআরোয়েগ স্টেডিয়ন, রুটেরডাম
আম্পায়ার: এন্ড্রু বেয়ার্ড (স্কট) এবং হেথ কেয়ার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির আলী (Esp)
  • বেলজিয়াম টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

গ্রুপ সি

[সম্পাদনা]
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব, গ্রুপ সি
তারিখ২৯ আগস্ট – ২ সেপ্টেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন
আয়োজক নেদারল্যান্ডস
বিজয়ী নরওয়ে
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারীজিব্রাল্টার বালাজি পাই (১৮৩)
সর্বাধিক উইকেটধারীগার্নসি অ্যানথনি স্টোক্‌স (১৪)

পয়েন্ট টেবিল

[সম্পাদনা]
দল[১৭] খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
 নরওয়ে (Q) ১০ +২.৩৫৬ আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
 গার্নসি (Q) +১.৮৯৫
 সুইডেন +০.২০৩
 ইসরায়েল –০.৪৩৮
 চেক প্রজাতন্ত্র –১.৬৬০
 জিব্রাল্টার –২.২৭৩

(Q) আঞ্চলিক ফাইনালের যোগ্য

খেলার সূচী

[সম্পাদনা]
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
জিব্রাল্টার 
৭০ (১৮.৫ ওভার)
 গার্নসি
৭৬/০ (১০.৫ ওভার)
বালাজি পাই ৩৩ (৩৫)
উইলিয়াম পিটফিল্ড ৩/১১ (৩.৫ ওভার)
লুকাস বার্কার ৫২* (৩৭)
গার্নসী ১০ উইকেটে বিজয়ী।
হাজেলারোয়েগ স্টেডিয়ন, রোটেরডাম।
আম্পায়ার: রাকবীর হাসান (ইতালি) এবং সুরেন্দিরান শানমুগাম (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুকার বার্কার (গার্নসী)
  • গার্নসি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
চেক প্রজাতন্ত্র 
১১১/৮ (২০ ওভার)
 সুইডেন
১১২/৪ (১৮.১ ওভার)
হিলাল আহমদ ২৬ (২৪)
আজম খলিল ৩/১৩ (৪ ওভার)
বিলাল জাইগাম ৪১* (৫২)
সুদেশ উইকরামাসেকারা ২/৯ (৪ ওভার)
সুইডেন ৬ উইকেটে বিজয়ী।
স্পোর্টপার্ক থারলেদে, স্কেইদাম।
আম্পায়ার: ফিলিপ থম্পসন (আয়ারল্যান্ড) এবং সাইমন ওয়েল্চ (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিলাল জাইগাম (সুইডেন)
  • সুইডেন টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩১ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ইসরায়েল 
১৬১/৭ (২০ ওভার)
 জিব্রাল্টার
১০৯/৮ (২০ ওভার)
ইমানুয়েল সলোমন ৭০ (৩১)
বালাজি পাই ৩/৩৪ (৪ ওভার)
মেথ্যু হান্টার ৪১* (৪৫)
যাইর নাগাভকর ২/১৩ (৩ ওভার)
ইসরায়েল ৫২ রানে বিজয়ী।
হাজেলারোয়েগ স্টেডিয়ন, রোটেরডাম।
আম্পায়ার: সুরেন্দিরান শানমুগাম (ইংল্যান্ড) এবং মেরি ওয়াল্ড্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমানুয়েল সলোমন (ইসরায়েল)
  • জিব্রাল্টার টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩১ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
নরওয়ে 
১৫০/৬ (২০ ওভার)
 সুইডেন
৯৪ (১৮.৪ ওভার)
আনসার ইকবাল ৩৯ (২৯)
আযম খলিল ২/১৮ (৪ ওভার)
সাবির জাহোর ৩১ (৩০)
হায়াতুল্লাহ নিয়াজি ৩/৭ (৪ ওভার)
নরওয়ে ৫৬ রানে বিজয়ী।
স্পোর্টপার্ক থারলেদে, স্কেইদাম।
আম্পায়ার: এন্ড্রু বেয়ার্ড (স্কটল্যান্ড) এবং ফিলিপ থম্পসন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হায়াতুল্লাহ নিয়াজী (নরওয়ে)
  • সুইডেন টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
চেক প্রজাতন্ত্র 
৪১/৯ (৯ ওভার)
 নরওয়ে
৪২/০ (৫.২ ওভার)
আরশাদ হায়াত ৯* (১১)
হায়াতুল্লাহ নিয়াজী ৩/৯ (২ ওভার)
রাজা ইকবাল ২৬* (২২)
নরওয়ে ১০ উইকেটে বিজয়ী
হাজেলারোয়েগ স্টেডিয়ন, রোটেরডাম।
আম্পায়ার: জেসপার জেনসেন (ডেন) এবং মেরি ওয়াল্ড্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজা ইকবাল (নরওয়ে)
  • নরওয়ে টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য খেলাকে ৯ ওভারে কমিয়ে আনা হয়।
৩০ আগস্ট ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ইসরায়েল 
৭৯/৮ (২০ ওভার)
 গার্নসি
৮০/৩ (১৫.১ ওভার)
এস্কল সলোমন ২৬ (৩২)
অ্যান্থনি স্টোক্‌স ৩/১৮ (৪ ওভার)
লুক লি টিসিয়ার ৩৩* (৩৫)
রোশান গুরুগে ২/২৩ (৪ ওভার)
গার্নসী ৭ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক থারলেদে, স্কেইদাম।
আম্পায়ার: হেথ কেয়ার্নস (জার্সি) এবং ফিলিপ থম্পসন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্থনি স্টোকস (গার্নসি)
  • গার্নসি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
জিব্রাল্টার 
৫৮ (১৮.২ ওভার)
 নরওয়ে
৬২/১ (৯.১ ওভার)
বালাজি পাই ১৬ (১৭)
রাজা ইকবাল ৩/৭ (৪ ওভার)
আব্দুল্লাহ শেখ ৩৫* (২৮)
রিচার্ড হাচম্যান ১/১৪ (২ ওভার)
নরওয়ে ৯ উইকেটে বিজয়ী
হাজেলারোয়েগ স্টেডিয়ন, রোটেরডাম।
আম্পায়ার: আলেক্স ডউডলস (স্কটল্যান্ড) এবং মেরি ওয়াল্ড্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আব্দুল্লাহ শেখ (নরওয়ে)
  • নরওয়ে টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ আগস্ট ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
সুইডেন 
১৪২/৮ (২০ ওভার)
 ইসরায়েল
১০২/২ (২০ ওভার)
ওয়াকাস হায়দার ৩০ (১৮)
রাফায়েল স্কাচাট ৩/৩০ (৪ ওভার)
শৈলেশ বাঙ্গেরা ২২ (১৯)
আজম মুহাম্মদ ৩/১৪ (৪ ওভার)
সুইডেন ৪০ রানে বিজয়ী
স্পোর্টপার্ক থারলেদে, স্কেইদাম।
আম্পায়ার: রাকবীর হাসান (ইতালি) এবং হেথ কেয়ার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: আজাম মুহাম্মাদ (সুইডেন)
  • ইসরায়েল টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
সুইডেন 
১০৭ (২০ ওভার)
 গার্নসি
১১১/৪ (১৯.৩ ওভার)
অভিজিত ভেঙ্কাটেশ ২৪ (৩৫)
লুক লি টিসিয়ার ৩/১৬ (৪ ওভার)
জস বাটলার ৫২* (৪৫)
ওয়াকিল জালালি ৩/১৮ (৪ ওভার)
গার্নসী ৬ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভোরবার্গ।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং মেরি ওয়াল্ড্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (সুইডেন)
  • সুইডেন টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
চেক প্রজাতন্ত্র 
১১৭/৯ (২০ ওভার)
 জিব্রাল্টার
১২০/২ (১৯.১ ওভার)
হিলাল আহমদ ২৩ (১৮)
বালাজি পাই ৫/২২ (৪ ওভার)
বালাজি পাই ৭৫* (৫৮)
নাভীদ আহমেদ ১/১৭ (৪ ওভার)
জিব্রাল্টার ৮ উইকেটে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, অ্যামস্টেলভিন।
আম্পায়ার: জেসপার জেনসেন (ডেন) এবং সাইমন ওয়েল্চ (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বালাজি পাই (জিব্রাল্টার)
  • জিব্রাল্টার টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
গার্নসি 
৯০/৭ (২০ ওভার)
 নরওয়ে
৯১/৫ (১৬.৩ ওভার)
টম নাইটিঙ্গেল ৩১ (৩৫)
আনসার ইকবাল ৩/২০ (৪ ওভার)
সুহাইল ইফতিখার ২৯ (৪১)
অ্যান্থনি স্টোক্‌স ৩/১৮ (৪ ওভার)
নরওয়ে ৫ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভোরবার্গ।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা) এবং হেথ কেয়ার্নস (জার্সি)
  • গার্নসি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
ইসরায়েল 
১১২/৬ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১১৩/৬ (২০ ওভার)
এস্কল সলোমন ৫০ (৪৭)
সামীরা ওয়াত্থাগে ৪/১৭ (৪ ওভার)
অরুন আশোকান ৩৭ (২৫)
জোস ইভানস ২/২৩ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৪ উইকেটে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, অ্যামস্টেলভিন।
আম্পায়ার: রাফি আহমেদ (নেদারল্যান্ডস) এবং জেসপার জেনসেন (ডেন)
  • চেক প্রজাতন্ত্র টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
সুইডেন 
১৪৯/৬ (২০ ওভার)
 জিব্রাল্টার
১১৮/৪ (২০ ওভার)
রাজ আশিক ইমতিয়াজ ৭২* (৪৯)
চার্লস হারিসন ২/২১ (৪ ওভার)
বালাজি পাই ৪৬ (৪১)
উসমান আরিফ ১/১৩ (৪ ওভার)
সুইডেন ৩১ রানে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভোরবার্গ।
আম্পায়ার: আলেক্স ডউডলস (স্কটল্যান্ড) এবং সাইমন ওয়েল্চ (গার্নসি)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজ আশিক ইমতিয়াজ (সুইডেন)
  • জিব্রাল্টার টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ সেপ্টেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
নরওয়ে 
১৪৩ (১৯.৫ ওভার)
 ইসরায়েল
১১৯ (১৮.৩ ওভার)
প্রতীক আগ্নিহোত্রি ৩৮ (৪৩)
টমের কাহামকের ৫/২৫ (৪ ওভার)
জোস ইভানস ৩২ (৩০)
রাজা ইকবাল ৩/১৫ (৩.৩ ওভার)
নরওয়ে ২৪ রানে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, অ্যামস্টেলভিন।
আম্পায়ার: রাকবীর হাসান (ইতা) এবং সুটান সেলভাচন্দ্রান (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: টমের কাহামকের (ইসরায়েল)
  • ইসরায়েল টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ সেপ্টেম্বর ২০১৮
১৬:০০
(স্কোরকার্ড)
গার্নসি 
১৮১/৪ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
৫৯ (১৫.৫ ওভার)
মেথ্যু স্টোকস ৮০ (৫৩)
সুদেশ উইকরামাসেকারা ২/২৫ (৪ ওভার)
সুমিত পখরিয়াল ২২ (৩৭)
অ্যান্থনি স্টোকস ৪/২০ (৪ ওভার)
গার্নসী ১২২ রানে বিজয়ী
স্পোর্টপার্ক ডুইভেস্টেইন, ভোরবার্গ।
আম্পায়ার: আলেক্স ডউডলস (স্কটল্যান্ড) এবং ফিলিপ থম্পসন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেথ্যু স্টোক্‌স (গার্নসি)
  • চেক প্রজাতন্ত্র টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক ফাইনাল

[সম্পাদনা]
২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব, আঞ্চলিক ফাইনাল
তারিখ১৫ – ২০ জুন ২০১৯
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন
আয়োজক গার্নসি
বিজয়ী জার্সি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৭
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়জার্মানি ক্রেইগ মেসকেদে
সর্বাধিক রান সংগ্রহকারীজার্মানি ক্রেইগ মেসকেদে (১৭৯)
সর্বাধিক উইকেটধারীইতালি বলজিত সিং (১০)
জার্সি (দ্বীপপুঞ্জ) অ্যানথনি হাউকিন্স-কেই (১০)

আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ১৫-২০ জুন ২০১৯ গার্নসিতে।[১৮][১৯] ১৪ মে ২০১৯ জার্মানি ফাইনালের জন্য তাদের দল ঘোষণা করে, যেখানে অন্তর্ভুক্ত করা হয় ইংলিশ ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা সম্পন্ন অলি রায়ান, ক্রেইগ মেসকেদে এবং ডাইটার ক্লেইনকে, যদিও পরবর্তীতে কেবল ক্রেইগ মেসকেদেই চূড়ান্ত দলে অংশ গ্রহণ করে।[২০][২১] ৩১ মে ২০১৯ আইসিসি আঞ্চলিক ফাইনালের জন্য সকল দলের খেলোয়াড় নিশ্চিত করে।[২২] প্রতিযোগিতা চলাকালীন সময় ডেনিয়েল ওয়েস্টন এর ইনজুরির কারণে বদলী হিসাবে ইংলিশ ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড় মাইকেল রিচার্ডসন জার্মানি দলে যুক্ত হয়। [২৩]

আঞ্চলিক ফাইনালের মধ্যবর্তী পর্যায়ে জার্সি এবং ইতালি নিজেদের তিনটি খেলার প্রত্যেকটিতে জয় লাভ করায় চূড়ান্ত খেলার পথে অন্য দল থেকে এগিয়ে থাকে। [২৪] ১৮ জুনে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত অন্য চারটি খেলা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ায় খেলাগুলো প্রতিযোগিতার জন্য বরাদ্দকৃত রিজার্ভ ডে ২০ জুনে নির্ধারিত করা হয়।[২৫] প্রতিযোগিতার শেষ দিনের খেলায় গ্রুপ বিজয়ী হয়ে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে নেয়, যদিও জার্মানির সাথে পূর্বের খেলায় পরাজিত হয়, তবু নেট রান রেট এর কারণে এগিয়ে যায়।[২৬]

যোগ্য দল
গ্রুপ এ  ডেনমার্ক[১০]
 জার্মানি[১১]
গ্রুপ বি  ইতালি[১২]
 জার্সি[১১]
গ্রুপ সি  নরওয়ে[১০]
 গার্নসি[১১]

পয়েন্ট টেবিল

[সম্পাদনা]
দল[২৭]
খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
 জার্সি (Q) +১.৮০২ ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অগ্রসর।
 জার্মানি +১.৭৪৯
 ইতালি –০.৬৮৭
 ডেনমার্ক +০.১৭১
 গার্নসি (H) –০.৬২৬
 নরওয়ে –২.৫২৫

(H) আয়োজক, (Q) যোগ্যতা অর্জন করেছে


খেলার সূচী

[সম্পাদনা]
১৫ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
গার্নসি 
১০৮/৬ (২০ ওভার)
 জার্সি
১০৯/২ (১৪.২ ওভার)
জস বাটলার ৬৫* (৬১)
অ্যান্থনি হাউকিনস-কাই ৪/১৪ (৩ ওভার)
কোরে বিসনস ৫৪ (৩৪)
ডেভিড হোপার ১/২৪ (৪ ওভার)
জার্সি ৮ উইকেটে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস) এবং আলান হাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (গার্নসি)
  • গার্নসি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: বেনজামিন ওয়ার্ড (জার্সি)

১৫ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
নরওয়ে 
১৫১/৩ (২০ ওভার)
 ইতালি
৮৫/১ (১০ ওভার)
ওয়ালিদ গৌরি ৪৪* (৩৫)
বালজিৎ সিং ২/৮ (৩ ওভার)
নিকোলাস মাইলো ৩৯* (২২)
হায়াতুল্লাহ নিয়াজি ১/১৯ (২ ওভার)
ইতালি ২০ রানে বিজয়ী (ডিএল)
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ালিদ গৌরি (নরওয়ে)
  • নরওয়ের টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ইতালিকে ১০ ওভারে ৬৬ রানের নতুন টার্গেট দেয়া হয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: আনাম মল্লিক, জাসপ্রীত সিং (ইতালি), খিজির আহমেদ, ওয়াকাস আহমেদ, তাফসির আলী, পৃথ্বি ভার্থ, ওয়ালিদ গৌরী, আনসার ইকবাল, রাজা ইকবাল, জাভেদ মারুফখাইল, হায়াতুল্লাহ নিয়াজি, জুনাইদ শেখ এবং এহতেশাম উল হক (নরওয়ে)।

১৫ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
গার্নসি 
১১৭ (১৯.৫ ওভার)
 জার্মানি
১১৯/৫ (১৭ ওভার)
আশলী রাইট ৪৩ (৩৬)
আহমেদ ওয়ারদাক ৪/২০ (৩.৫ ওভার)
ক্রেগ মেসকেদে ৩৯* (২৬)
Anthony Stokes 2/26 (4 overs)
জার্মানি ৫ উইকেটে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
  • জার্মানি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: ক্রেগ মেসকেদে (জার্মানি), টম কিম্বার (গার্নসি)

১৬ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
জার্মানি 
১৩৪/৮ (২০ ওভার)
 ইতালি
১৩৮/৫ (১৯ ওভার)
হারমানজত সিং ৪০* (৩৩)
বালজিৎ সিং ৩/১৯ (৪ ওভঅর)
রেহমান আব্দুল ৩৭* (৩১)
ইজাতুল্লাহ দাউলাতজাই ৩/২৩ (৪ ওভার)
ইতালি ৫ উইকেটে বিজয়ী
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: হেথ কার্নস (জার্সি) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস মাইলো (ইতালি)
  • ইতালি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৬ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
জার্সি 
১৩১/৯ (২০ ওভার)
 ডেনমার্ক
১১৩/৮ (২০ ওভার)
জন্টি জেনার ৩৬ (২৭)
হামিদ শাহ ৪/২৩ (৪ ওভার)
আব্দুল হাশমি ২৯ (২৯)
ইলিয়ট মাইলস ৩/১০ (৩ ওভার)
জার্সি ১৮ রানে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং আলান হাগো (স্কটল্যান্ড)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: সাইফ আহমাদ, তরনজিৎ ভারাজ, অলিভার হাল্ড, আব্দুল হাশমি, জিনু জুজু, দেলওয়ার খান, নিকোলাজ লাইসগার্ড, বাশির শাহ, হামিদ শাহ, জিশান শাহ এবং আনিক উদ্দিন (ডেনমার্ক)

১৬ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
ইতালি 
১২১ (১৯.২ ওভার)
 গার্নসি
১১০/৮ (২০ ওভার)
জয় পেরেরা ৪৭ (২৮)
লুক লি টিসিয়ার ৩/১৭ (৪ ওভার)
বেন ফারব্রাসে ৫৫ (৪৩)
গায়াশান মুনাসিঙ্গে ৪/১১ (৪ ওভার)
ইতালি ১১ রানে বিজয়ী
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
  • গার্নসি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: চরনজিৎ সিং (ইতালি)

১৬ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
জার্সি 
১৬০/৫ (২০ ওভার)
 নরওয়ে
৮০ (১৯.২ ওভার)
বেন স্টিভেনস ৪৪ (৪১)
পৃথ্বি ভার্ট ১/১৪ (৪ ওভার)
তাফসীর আলী ১৯ (২৮)
বেন স্টিভেনস ৩/১৭ (৪ ওভার)
জার্সি ৮০ রানে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস) এবং আলান হাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টিভেন (জার্সি)
  • জার্সি টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: আব্দুল্লাহ শেখ (নরওয়ে)

১৭ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৪১/৭ (২০ ওভার)
 নরওয়ে
৯৫/৯ (২০ ওভার)
হামিদ শাহ ৪০ (৪০)
ওয়াকাস আহমেদ ২/২৪ (৩ ওভার)
হায়াতুল্লাহ নিয়াজি ২৭ (২৩)
সাঈফ আহমদ ৩/৯ (৪ ওভার)
ডেনমার্ক ৪৬ রানে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: হেথ কার্নস (জার্সি) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাঈফ আহমদ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: রিজওয়ান মাহমুদ (ডেন)
  • ১৫ জুন খেলা বৃষ্টি বিঘ্নিত হওয়ায় তারিখ পুননির্ধারিত করা হয়।[২৮]

১৮ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
ডেনমার্ক 
১০০/৯ (১৬ ওভার)
নিকোলাস লায়েসগার্ড ৩৯ (২৪)
ডেভিড হোপার ৩/৫ (২ ওভার)
ফলাফল হয়নি
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস)
  • গার্নসি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে পরবর্তী কোন খেলা সম্ভব হয়নি বিধায় খেলাটিকে ২০ জুনের জন্য পুননির্ধারিত করা হয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: জার্দান মার্টেল (গার্নসি)

১৮ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
ফলাফল হয়নি
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।.
  • বৃষ্টির কারণে পরবর্তী কোন খেলা সম্ভব হয়নি বিধায় খেলাটিকে ২০ জুনের জন্য পুননির্ধারিত করা হয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: আন্দ্রেস বুলো (ডেনমার্ক)

১৯ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
নরওয়ে 
৯৫/৬ (১৬ ওভার)
 গার্নসি
৯৬/৬ (১৫.৫ ওভার)
ওয়ালিদ গৌরি ৩৮ (২৮)
জর্দান মার্টেলস ৩/১৫ (৩ ওভার)
জস বাটলার ৩৬ (৩৭)
রাজা ইকবাল ২/২০ (৪ ওভার)
গার্নসি ৪ উইকেটে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস) এবং হেথ কার্নস (জার্সি)
  • গার্নসি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলাকে উভয় দলের জন্য ১৬ ওভারে সীমিত করা হয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: প্যাট্রিক আগ্নিহোত্রী এবং নাজাকত আলী (নরওয়ে)

১৯ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
জার্সি 
১৪৯/৬ (২০ ওভার)
 ইতালি
৭৬ (১৬.৫ ওভার)
জন্টি জেনার ৭১ (৫৪)
রাকিবুল হাসান ২/২৩ (৪ ওভার)
রেহমান আব্দুল ১৫ (১৬)
চার্লস পার্চার্ড ৪/১৪ (৩.৫ ওভার)
জার্সি ৭৩ রানে বিজয়ী
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
  • ইতালি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৯ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
ডেনমার্ক 
১০৯/৮ (২০ ওভার)
 জার্মানি
১১০/৩ (১৪.৩ ওভার)
আনিক উদ্দিন ৩১ (২৯)
আহমেদ ওয়ার্দাক ৩/২৬ (৪ ওভার)
ক্রেগ মেসকেদে ৬৭ (৪৩)
নিকোলাজ লায়েসগার্ড ১/১৬ (৩ ওভার)
জার্মানি ৭ উইকেটে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: হেথ কার্নস (জার্সি) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড)
  • জার্মানি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: মাইকেল রিচার্ডসন (জার্মানি)

২০ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
গার্নসি 
১১৮/৭ (২০ ওভার)
 ডেনমার্ক
১১২/৯ (২০ ওভার)
ওলিভার নিউয়ে ২৩* (২৬)
নিকোলাজ লায়েসগার্ড ২/১৩ (৪ ওভার)
নিকোলাক লায়েসগার্ড ২৬ (২৮)
উইলিয়াম পিটফিল্ড ৩/২৩ (৪ ওভার)
গার্নসি ৬ রানে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং আদ্রিয়ান ফন ডেন ড্রাইস (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস লায়েসগার্ড (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: ওমনর হায়াত (ডেন)

২০ জুন ২০১৯
১০:৪৫
স্কোরকার্ড
নরওয়ে 
৯৯ (২০ ওভার)
 জার্মানি
১০১/৩ (১১.১ ওভার)
প্যাট্রিক আগ্নিহোত্রী ১৯ (২৭)
ইজাতুল্লাহ দৌলতজাই ৩/২৭ (৪ ওভার)
মাইকেল রিচার্ডসন ৩৫* (২৫)
ওয়াকাস আহমেদ ১/২২ (২ ওভার)
জার্মানি ৭ উইকেটে বিজয়ী
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: আলান হাগো (স্কটল্যান্ড) এবং হেথ কার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রেগ মেসকেদে (জার্মানি)
  • জার্মানি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২০ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৫৮/৯ (২০ ওভার)
 ইতালি
১২৮ (১৯.৩ ওভার)
জিশান শাহ ৫০ (৩৬)
বালজিৎ সিং ৪/২০ (৪ ওভার)
মাইকেল রোস ৩৪ (২০)
অলিভার হাল্ড ৩/১৮ (৩.৩ ওভার)
ডেনমার্ক ৩০ রানে বিজয়ী
কিং জর্জ ৫ স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল, গার্নসি।
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদা:) এবং মেরি ওয়াল্দ্রন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান শাহ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয়: সিমরানজিৎ সিং (ইতালি)

২০ জুন ২০১৯
১৫:৪৫
স্কোরকার্ড
জার্সি 
১৩৪/৫ (২০ ওভার)
 জার্মানি
১৩৬/৭ (১৪.২ ওভার)
বেনজামিন ওয়ার্ড ৫৮* (৩৮)
আব্দুল শাকুর রাহিমজেই ২/২১ (৪ ওভার)
ক্রেগ মেসকেদে ৪০ (২৫)
বেনজামিন ওয়ার্ড ২/১৪ (১ ওভার)
জার্মানি ৩ উইকেটে বিজয়ী
কলেজ ফিল্ড, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: আলান হাগো (স্কটল্যান্ড) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেনজামিন ওয়ার্ড (জার্সি)
  • জার্মানি টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  1. জাম্বিয়া মুলত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দলের অন্তর্ভুক্তি তুলে নেয়।
  2. সংযুক্ত আরব আমিরাত সাধারণত এশিয়া অঞ্চলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, কিন্তু পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই প্রতিযোগিতার মূল পর্বে অগ্রসর হয়ে যায় আয়োজক হিসাবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Anticipation grows as fixtures for ICC World T20 Europe Qualifier released"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৮ 
  2. "Fixtures released for ICC World T20 Europe Qualifier"International Cricket Council Europe। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮ 
  3. "The journey to the men's ICC World T20 Australia 2020 set to begin in Argentina"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. "18 teams compete in European men's ICC World T20 2020 Qualifier"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  5. "Eighteen countries set to compete in the ICC World T20 Europe Qualifiers"International Cricket Council। ১ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮ 
  6. "All T20I matches to get international status"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  7. "First day of action affected by rain at ICC World T20 Europe Qualifier"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮ 
  8. "Group favourites begin to appear as all 12 matches are completed on Day 2"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮ 
  9. "Italy and Norway move top of their groups as Israel record first victory in three rescheduled fixtures"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮ 
  10. "Denmark and Norway join Italy in regional final"Cricket Europe। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 
  11. "Finalists confirmed after final day's play"Cricket Europe। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 
  12. "Italy secure place in European final"Cricket Europe। ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 
  13. "Two steps to the World Cup"Guernsey Press। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  14. "Six teams eye glory at the ICC Men's T20 World Cup Europe Final 2019"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  15. "Craig Meschede: Glamorgan all-rounder's efforts in vain for Germany"BBC Sport। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  16. "Jersey cling on to tournament win in thrilling finale against Germany"International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  17. "Denmark, Italy and Norway remain unbeaten as Jersey, Guernsey and Germany qualify for regional final"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮ 
  18. "Guernsey to host European T20 final"Cricket Europe। ৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  19. "Fixtures for three ICC events announced ahead of Europe's 'Summer of Cricket'"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  20. @Cricket_Germany (১৪ মে ২০১৯)। "Squad announcement for ICC T20 World Cup European Final" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  21. "ICC Men's T20 World Cup – wir fahren nach Guernsey!"Deutscher Cricket Bund। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯ 
  22. "Squads announced for ICC Men's T20 World Cup Europe Final 2019"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 
  23. "Michael Richardson, son of ICC CEO Dave, expected to make international debut"Sport Star। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯ 
  24. "Jersey and Italy early favourites to win ICC Men's T20 Europe Final"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯ 
  25. "Rain forces rescheduling of International Cricket Council T20 World Cup Europe Qualifier in Guernsey"Inside the Games। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  26. "Jersey's cricketers reach T20 World Cup qualifier after thriller"ITV News। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  27. "ICC Men's T20 World Cup Europe Region Final 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  28. "Jersey make a winning start"Cricket Europe। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]