হোজাই জেলা
হোজাই জেলা | |
---|---|
আসামের জেলা | |
![]() আসামে হোজাইয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
সদরদপ্তর | শঙ্করদেবনগর |
মহকুমা | ৩ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | নগাঁও লোকসভা |
• বিধানসভা আসন | যমুনামুখ, হোজাই, লামডিং |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৩১,২১৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হোজাই ভারতবর্ষের আসাম রাজ্যের একটি নতুন জেলা যা ১৫ ই আগস্ট ২০১৫, নগাঁও জেলার তিনটি তেহশিল হোজাই,দবকা এবং লঙ্কা নিয়ে সংগঠিত হয় ।[১] হোজাই এই নবগঠিত জেলার সদর।
ব্যুৎপত্তি[সম্পাদনা]
মধ্যযুগে হোজাই দিমাসা কাছাড়ি রাজ্যের একটি অংশ ছিল। আহোম বুরুঞ্জী মতে, দিমাসা কাছাড়ি রাজ্য দিকু নদী থেকে কলং নদী পর্যন্ত বিস্তৃত ছিল। হোজাই-এ বসবাসকারী দিমাসা কাছাড়িরা "হোজাই- কাছাড়ি" নামে পরিচিত ছিল । "হোজাই " দিমাসা উপজাতির একটি বংশ বা গোষ্ঠি, সম্ভবত হোজাই নামটি "হোজাই" গোষ্ঠীর নাম থেকে এসেছে। এখানে লোকমুখে সর্বাধিক প্রচলিত ভাষা সিলেটি ভাষা ব্যবহ্নত হয়
জনপরিসংখ্যান[সম্পাদনা]
ভারতীয় আদমশুমারি ২০১১ মতে তিনটি তহশিল সংলগ্ন নবনির্মিত হোজাই জেলার মোট জনসংখ্যা ৯,৩১,২১৮। যার মধ্যে ৪৯,৯৫৬৫ জন মুসলমান ও ৪২,৪০৬৫ জন হিন্দু । অর্থ্যাৎ হোজাই জেলাতে জেলার জনসংখ্যার মধ্যে মুসলমানদের শতকরা হার ৫৩.৬৫% এবং হিন্দুদের শতকরা হার ৪৫.৫৩% । দবকা তহশিলে মুসলমানদের জনসংখ্যার শতকরা হার প্রায় ৮৭% থাকায় হোজাই জেলাতে সংখ্যাগরিষ্ঠ বেশি । হোজাই জেলার অন্যান্য তহশিলগুলো হিন্দুপ্রধান। [২] ২০০১ সনে বর্তমান হোজাই জেলার জনসংখ্যা ছিল ৭৪,৪৭৯১ যার মধ্যে ৩৭,৪২০৫ জন মুসলমান ও ৩৬,৫১৮০ জন হিন্দু। অর্থাৎ হোজাই জেলাতে হিন্দুদের জনসংখ্যার হার ছিল ৪৯.০৩%, মুসলমানদের ছিল ৫০.২৪% । হোজাই জেলাতে ২০০১ থেকে ২০১১ অবদি ২৫.০৩% বৃদ্ধি পেয়েছে।
তহশীল | সর্বমোট | হিন্দু | মুসলমান | হিন্দু % | মুসলমান % |
---|---|---|---|---|---|
হোজাই | ২২৮৫৩০ | ১৩৫৩৭৭ | ৯২৫৯০ | ৫৯.২৪% | ৪০.৫২% |
ডবকা | ৩০৩৭৬৭ | ৩৭৮৭২ | ২৬৫৩৬৬ | ১২.৪৭% | ৮৭.৩৫% |
লঙ্কা | ৩৯৮৯২১ | ২৫০৮১৬ | ১৪১৬০৯ | ৬২.৮৭% | ৩৫.৫০% |
জিলা-২০১১ | ৯৩১২১৮ | ৪২৪০৬৫ | ৪৯৯৫৬৫ | ৪৫.৫৩% | ৫৩.৬৫% |
জিলা-২০০১ | ৭৪৪৭৯১ | ৩৬৫১৮০ | ৩৭৪২০৫ | ৪৯.০৩% | ৫০.২৪% |
রাজনীতি[সম্পাদনা]
হোজাই জেলাতে তিনটি বিধানসভা রয়েছে। এগুলো হচ্ছে যমুনামুখ, হোজাই, লামডিং। হোজাই জেলা নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Assam gets new district of Hojai" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১৬ তারিখে, The Northeast Today
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬।
- ↑ [১]
আরও দেখুন[সম্পাদনা]
বহিসংযোগ[সম্পাদনা]
https://web.archive.org/web/20190113105446/http://nagaon.nic.in/hojai/