হেই বেবি
অবয়ব
হেই বেবি | |
---|---|
পরিচালক | সাজিদ খান |
প্রযোজক | সাজিদ নাদিয়াদবালা |
রচয়িতা | সাজিদ খান মিলাপ জাভেরী |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার বিদ্যা বালান ফারদীন খান রিতেশ দেশমুখ বোমান ঈরানী অনুপম খের |
সুরকার | সংকর-এহসান-লয় |
চিত্রগ্রাহক | হিম্মান ধামিজা |
সম্পাদক | রামেশ্বর এস. ভাগত |
প্রযোজনা কোম্পানি | নাদিয়াদবালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি | ২৪ আগস্ট, ২০০৭ |
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৩১ কোটি টাকা |
হেই বেবি (ইংরেজি: Heyy Babyy)[১] এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড কমেডি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ খান। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, ফারদীন খান, রিতেশ দেশমুখ, বোমান ইরানি ও অনুপম খের। ছবিটি মূলত ১৯৯০ সালের মালয়ালম ভাষা'র চলচ্চিত্র থূভালস্পার্ষম-এর পুনর্নিমাণ।[২][৩]
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- অক্ষয় কুমার - আরুষ মেহরা
- ফারদীন খান - আলী হায়দার
- রিতেশ দেশমুখ - তন্ময়
- বিদ্যা বালান - ইশা সাহনী
- বোমান ঈরানী - ভারত সাহনী
- আর্তি ছাব্রিয়া - আলী'র পূর্বের-বান্ধবী
- অনুপম খের - মালহোত্রা
- শাহরুখ খান - রাজ মালহোত্রা (বিশেষ উপস্থিতি)
- পয়াল রহাত্গী - (বিশেষ উপস্থিতি)
- সিন্ধুর গদ্দে - দেবিকা
- মুস্কান মেহানি - ইশা'র বন্ধু যারা বিবাহ করতে যাচ্ছে
- চিরাগ ভহ্রা - অর্জুন
- সেরিন - অর্জুন'র নববধূ
- অনুপম শর্মা - ডাক্তার
- জেনিফার মায়ানী - সুপারমার্কেট গার্ল
সংগীত
[সম্পাদনা]সাউন্ড ট্র্যাক
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Heyy Babyy first Bollywood film in Blu Ray format"। ১৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
- ↑ "বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের জিরো থেকে হিরো হওয়ার গল্প!!!!"। Tarokaloy (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১৯। ২০১৯-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩।
- ↑ "Here's how Heyy Babyy's 'Angel' looks like now! - Bollywood's cutest child actors"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩।