হিন্দুস্তান ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিন্দুস্তান ব্যাংক
ধরনসরকারি খাত
শিল্পব্যাংকিং, বীমা, মূলধন বাজার
প্রতিষ্ঠাকাল১৭৭০[১]
প্রতিষ্ঠাতাআলেকজান্ডার অ্যান্ড কোং
বিলুপ্তিকাল৩১ মার্চ ১৮৩২ (1832-03-31)
অবস্থাবিলুপ্ত
সদরদপ্তর,
অবস্থানের সংখ্যা
বেঙ্গল প্রেসিডেন্সি
বাণিজ্য অঞ্চল
ভারত
পরিষেবাসমূহঋণ, আমানত

হিন্দুস্তান ব্যাংক (১৭৭০-১৮৩২), ঔপনিবেশিক ভারতে প্রথম আধুনিক ব্যাংকগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। ব্যাংকটি ১৭৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটি এখন বিলুপ্ত ব্যাংক। এটির সদর দফতর ছিল তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী কলকাতায়

ইতিহাস[সম্পাদনা]

ব্যাংকটি আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২][৩][৪] ব্যাংকটি ১৮ শতকের তিনটি অর্থনৈতিক সংকটের মধ্যও টিকে ছিল:

  • ১৮১৯ সালের মন্দা
  • পামার অ্যান্ড কোং এর ব্যর্থতা (একটি ব্রিটিশ এজেন্সি হাউস)
  • ১৮৩২ সালের ব্যাংকিং সংকট।

ব্যবসায়িক কার্যক্রম[সম্পাদনা]

ভারতে প্রথম কাগুজে মুদ্রা জারি করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে। প্রথম কাগজের নোটগুলি ১৮ শতকের শেষের দিকে হিন্দুস্তান ব্যাংক এবং প্রেসিডেন্সি ব্যাংকগুলির মতো বেসরকারি ব্যাংকের দ্বারা ছাপানো ও জারি করা হতো। ১৮৬১ সালের কাগুজে মুদ্রা আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতে কাগুজে নোট জারি করার একচেটিয়া অধিকার প্রদান করে। ১৮৩০-৩২ সালে এই আইনটি বাতিল হয়ে যায়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Reserve Bank of India - Museum" 
  2. "Reserve Bank of India - Museum"। Rbi.org.in। ২০১৫-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  3. "Bank of Hindustan"। Indian-coins.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Parliamentary Papers, House of Commons and Command - Great Britain. Parliament. House of Commons - Google Books"। ১৮৩২। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]