হিতবাদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিতবাদী একটি বাংলা জাতীয়তাবাদী সাপ্তাহিক সাহিত্য পত্রিকা। এটির প্রথম প্রকাশ হয় ১৭ জ্যৈষ্ঠ ১২৯৮ (১৮৯১) এবং পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য। প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর[১][২]

ইতিহাস[সম্পাদনা]

সাপ্তাহিক পত্রিকা ‘হিতবাদী’ নামটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন। সাহিত্যসেবার পাশাপাশি ভারতের স্বদেশী আন্দোলনের ওপর হিতবাদীর প্রভাব ছিল। বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর পৃষ্টপোষকদের অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। উপেন্দ্রনাথ সেন, চন্দ্রোদয় বিদ্যাবিনোদ ও বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের সহযোগিতায় কালীপ্রসন্ন কাব্যবিশারদ পত্রিকা সম্পাদকের পদ গ্রহণ করেন এবং পত্রিকাটিকে একটি প্রথম শ্রেণীর সংবাদপত্রে পরিণত করেন। রবীন্দ্রনাথের দেনা পাওনা, পোস্টমাস্টার’ ইত্যাদি বিখ্যাত ছোটগল্প হিতবাদীতে প্রকাশ হয়। সংবাদপত্র দমনপীড়নের বিরুদ্ধে হিতবাদী পত্রিকা ব্রিটিশ আইনের বিরুদ্ধে সরব হয়। বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষ এই পত্রিকায় কর্মরত ছিলেন। কালীপ্রসন্ন কাব্যবিশারদের মৃত্যুর পরে সখারাম গণেশ দেউস্কর, জলধর সেন প্রমুখ লব্ধপ্রতিষ্ঠ মানুষেরা পত্রিকার পরিচালনা করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানূভূতিশীল ছিল হিতবাদী পত্রিকা। বিভিন্ন সময় এই পত্রিকায় শচীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহাম্মদ লুৎফর রহমান, আশাপূর্ণা দেবী লিখেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কয়েকটি পুরানো সাময়িক ও সংবাদপত্রের ইতিকথা"bengalview.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলা সাময়িক পত্রপত্রিকা - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৮