বিষয়বস্তুতে চলুন

হিঙ্গুল পুতুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিঙ্গুল পুতুল বা হিঙুল পুতুল
উৎপত্তিস্থলবিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত
উপাদানকাঁচা মাটি
ব্যবহারঘর সাজানো
সংশ্লিষ্ট উৎসবদুর্গা পূজা, টুসু উৎসব, জন্মাষ্টমী

হিঙ্গুল পুতুল বা হিঙুল পুতুল বাঁকুড়ার বিশেষ পুতুল। হিঙ্গুল হলো বিশেষ ধরনের লাল রং। এই পুতুল গুলো হিঙ্গুল রঙে করা হয় বলে এটিকে 'হিঙ্গুল পুতুল' বলা হয়। এই পুতুল গুলোর আঙ্গুলগুলো সম আকৃতির হয়। মূলত কাঁচা মাটির পুতুলগুলো দেখতে খুবই আকর্ষনীয়। নানা রঙের ফ্রক পরানো পুতুল গুলোর মাথায় টুপি পরানো থাকে। নরম মাটি দিয়ে তৈরী এই পুতুল গুলো রোদে পুড়িয়ে নিয়ে ভেষজ রং দিয়ে রং করা হয়। মূলত দুর্গা পূজা, জন্মাষ্টমীটুসু উৎসবের সময় বিক্রি হয়। [][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিশ্ব বাংলা। বাংলার পুতুল (পিডিএফ)। বিশ্ব বাংলা। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "পুতুল নেবে গো ... পসরা সাজিয়ে ডাক দিয়েছে কালিকাপুর - Eisamay"Eisamay। ২০১৬-০৮-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৩ 
  3. তারাপদ সাঁতারা (ডিসেম্বর, ২০০০)। পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)