টুসু পুতুল
টুসু পুতুল | |
---|---|
উৎপত্তিস্থল | বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিমবঙ্গ, ভারত |
উপাদান | পোড়ামাটি |
আকৃতি | মনুষ্য মূর্তি |
রং | পোড়ামাটির রং |
ব্যবহার | ঘর সাজানো |
সংশ্লিষ্ট উৎসব | টুসু উৎসব |
প্রস্তুতকারী | ভোলানাথ সূত্রধর |

উইকিমিডিয়া কমন্সে টুসু পুতুল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বাঁকুড়ার টুসু পুতুল অন্যতম লৌকিক পুতুল।[১] পুরুলিয়ায় পৌষসংক্রান্তিতে টুসু উৎসব হয়। ভোলানাথ সূত্রধর বর্তমানে এই ধরনের মূর্তি তৈরী করেন।[১][২]
টুসু পরবের পুতুল[সম্পাদনা]
এক মাস ধরে মেয়েরা রাতের শস্যপূর্ণ টুসু খেলায় প্রদীপ জ্বালিয়ে পুজো করে। মকর সংক্রান্তির দিন ভোরবেলায় টুসু ভাসান হয়। টুসু উৎসবের সময় প্রতীকি টুসু খোলা তৈরী করা হয়। এরসাথে মাটির টুসু পুতুল তৈরী করা হয়। টুসুর পুতুল দেখতে অনেকটা বউ পুতুলের মতো। রঙিন মার্বেল পেপার দিয়ে এটার অলংকরণ করা হয়। বর্তমানে অনেক আধুনিক পুতুল তৈরী করা হচ্ছে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ বিশ্ব বাংলা। বাংলার পুতুল (পিডিএফ)। বিশ্ব বাংলা।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ তারাপদ সাঁতারা (ডিসেম্বর, ২০০০)। পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)