হাভেলি জেলা
হাভেলি Haveli حویلی | |
---|---|
জেলা | |
পাকিস্তানের মানচিত্র আজাদ কাশ্মিরেরে (সাদা রং) এবং হাভেলী জেলা (মেরুন রং) দ্বারা বোঝান হয়েছে। | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | জম্মু ও কাশ্মীর |
সদরদপ্তর | ফরওয়ার্ড কাহুতা |
আয়তন | |
• মোট | ৫৯৮ বর্গকিমি (২৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ১,৫২,১২৪ |
• জনঘনত্ব | ২৬৮/বর্গকিমি (৬৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+5) |
হাভেলি জেলা পাকিস্তানের আজাদ কাশ্মিরের ৯তম জেলা। ২০০৯ সালের ১ জুলাই তারিখে বাগ জেলা থেকে পৃথকীকরণ করা হয়।[১] ২০১৭ সালের আদমশুমারির হিসাব অনুসারে জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৫২,১২৪ জন এর মত।[২]
প্রশাসন
[সম্পাদনা]হাভেলি জেলা৩টি তহসিল বিভক্ত - ফরওয়ার্ড কাহুতা (হাভেলি তহসিল), খুরশীদাবাদ (কুর্শিদ আবাদ) ও মুমতাজাবাদ।[৩] ফরওয়ার্ড কাহুতা নামে এখানে একটি পৌর কর্পোরেশন রয়েছে। হাভেলি জেলায় ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে; যার মধ্যে প্রায় ৯৫ টি গ্রাম সংযুক্ত।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]হাভেলি সমুদ্রতল থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতার অবস্থান করছে। বছরের প্রায় নিয়মিতভাবে ভারী তুষারপাত হয়ে থাকে। দাররা হাজী পিয়ার, লাসদানা, নীল কুন্থ এবং কালামুলা হচ্ছে এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
ভাষা
[সম্পাদনা]পাহারি হচ্ছে এখানকার মাতৃভাষা, যার মধ্যে থেকে জনসংখ্যার প্রায় ৫৫% মানুষ কথা বলে থাকে, এছাড়াও ২৫% মানুষ কাশ্মীরি ভাষা এবং ২০% জনসংখ্যা গোজরি ভাষায় কথা বলে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Haveli (Kahutta)"। Government of Azad Jammu & Kashmir। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৩।
- ↑ "Census 2017: AJK population rises to over 4m"। The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০১।
- ↑ "Azad Kashmir – List of Tehsils, Districts and Divisions"। politicpk.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮।