হাভেলি জেলা
| হাভেলি Haveli حویلی | |
|---|---|
| জেলা | |
পাকিস্তানের মানচিত্র আজাদ কাশ্মিরেরে (সাদা রং) এবং হাভেলী জেলা (মেরুন রং) দ্বারা বোঝান হয়েছে। | |
| দেশ | পাকিস্তান |
| প্রদেশ | জম্মু ও কাশ্মীর |
| সদরদপ্তর | ফরওয়ার্ড কাহুতা |
| আয়তন | |
| • মোট | ৫৯৮ বর্গকিমি (২৩১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭) | |
| • মোট | ১,৫২,১২৪ |
| • জনঘনত্ব | ২৬৮/বর্গকিমি (৬৯০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+5) |
হাভেলি জেলা পাকিস্তানের আজাদ কাশ্মিরের ৯তম জেলা। ২০০৯ সালের ১ জুলাই তারিখে বাগ জেলা থেকে পৃথকীকরণ করা হয়।[১] ২০১৭ সালের আদমশুমারির হিসাব অনুসারে জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৫২,১২৪ জন এর মত।[২]
প্রশাসন
[সম্পাদনা]হাভেলি জেলা৩টি তহসিল বিভক্ত - ফরওয়ার্ড কাহুতা (হাভেলি তহসিল), খুরশীদাবাদ (কুর্শিদ আবাদ) ও মুমতাজাবাদ।[৩] ফরওয়ার্ড কাহুতা নামে এখানে একটি পৌর কর্পোরেশন রয়েছে। হাভেলি জেলায় ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে; যার মধ্যে প্রায় ৯৫ টি গ্রাম সংযুক্ত।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]হাভেলি সমুদ্রতল থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতার অবস্থান করছে। বছরের প্রায় নিয়মিতভাবে ভারী তুষারপাত হয়ে থাকে। দাররা হাজী পিয়ার, লাসদানা, নীল কুন্থ এবং কালামুলা হচ্ছে এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
পীর পাঞ্জাল পর্বতের বেশ কিছু অংশ এই জেলায় রয়েছে। ২৬০০ মিটার উচ্চতায় হাজী পীর গিরিপথ এখানে উত্তর দক্ষিণের মাঝে যোগাযোগ স্থাপন করে। গিরিপথ-এর পূর্ব দিকে ৩৬৫০ মি উচ্চতায় বেদরি চূড়া অবস্থিত যা নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত।
ভাষা
[সম্পাদনা]পাহারি হচ্ছে এখানকার মাতৃভাষা, যার মধ্যে থেকে জনসংখ্যার প্রায় ৫৫% মানুষ কথা বলে থাকে, এছাড়াও ২৫% মানুষ কাশ্মীরি ভাষা এবং ২০% জনসংখ্যা গোজরি ভাষায় কথা বলে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Haveli (Kahutta)"। Government of Azad Jammu & Kashmir। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৩।
- ↑ "Census 2017: AJK population rises to over 4m"। The Nation (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Azad Kashmir – List of Tehsils, Districts and Divisions"। politicpk.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮।