হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা
অবয়ব
এই নিবন্ধে ব্যবহৃত কিছু তথ্যসূত্র নির্ভরযোগ্য নয়। (অক্টোবর ২০২৪) |
হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
৮৩৪০ | |
তথ্য | |
নীতিবাক্য | নিজেকে গড়ো |
ধর্মীয় অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৫ |
বিদ্যালয় জেলা | ভোলা |
ইআইআইএন | ১০১৩৭০[২] |
সভাপতি | নুরুল আমিন |
পরিচালক | অধ্যক্ষ, গভর্নিং বডি |
অধ্যক্ষ | আজিজুর রহমান (ভারপ্রাপ্ত)[১] |
কর্মকর্তা | ২ জন[১] |
অনুষদ | ১টি |
শিক্ষকমণ্ডলী | ২০ জন[১] |
শিক্ষার্থী সংখ্যা | আনু. ৬০০+ |
শিক্ষা ব্যবস্থা | মাল্টিমিডিয়া ক্লাস, প্রচলিত পাঠদান পদ্ধতি |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | ১টি |
শিক্ষায়তন | ৫ একর প্রায় |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
অন্তর্ভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
নিয়ন্ত্রক | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
এমপিও কোড | ৫২০৩০৫২৩০১[২] |
মাদ্রাসা কোড | ১৬৮৯৬[২] |
ওয়েবসাইট | 101370 |
হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা দক্ষিণ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান।[২][৩][৪] এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত।[৫]
ইতিহাস
[সম্পাদনা]দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন স্বাধীনতার পূর্বে অনুন্নত ও অবহেলিত ছিল। ফলে এখানকার মানুষের প্রাণের দাবি অনুযায়ী স্থানীয় উদ্যোগ ও সরকারি সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
স্থাপনা
[সম্পাদনা]মাদ্রাসাটিতে ২টি ভবন রয়েছে। যার মধ্যে একটি দ্বিতল প্রশাসনিক ভবন এবং একটি ১০০ মিটার হলরুম রয়েছে। মাদ্রাসার সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
বিভাগ
[সম্পাদনা]মাদ্রাসাটিতে দাখিল ও আলিম শ্রেণিতে শুধুমাত্র মানবিক বিভাগ রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অধ্যক্ষ"।
- ↑ ক খ গ ঘ "হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা"। ebmeb.gov.bd। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০।
- ↑ "অবস্থান"। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "All Fazil Madrasahs In Bangladesh – Study in Bangladesh"। studyinbd.com। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-৩১।
- ↑ "বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড"। bmeb.ebmeb.gov.bd। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯।