হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহ
حواء عبد الله محمد صالح
২০১২ সালে হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহ
জন্ম
জাতীয়তাসুদানি

হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহ (আরবি: حواء عبد الله محمد صالح) হলেন একজন সুদানি মানবাধিকার কর্মী। তিনি ২০১২ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেছেন।

জীবনী[সম্পাদনা]

হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহ জন্মেছিলেন সুদানের উত্তর দারফুর প্রদেশে। উত্তর দারফুরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে সংঘর্ষ শুরু হলে তাকে উত্তর দারফুর ছাড়তে হয়েছিল।[১]

এরপর তিনি দেশটির আবু শৌক শরণার্থী শিবিরে জাতিসংঘ কর্মকর্তা ও মার্কিন বেসরকারি সংস্থা আইআরসির সাথে কাজ করতে থাকেন। তিনি শরণার্থী শিবিরের অবস্থা নিয়ে চিন্তিত থাকার দরুন শরণার্থী শিবিরের উন্নতিকল্পে কাজ শুরু করেন।[১] তার কর্মকাণ্ডে দেশটির সরকার রুষ্ট হয়। তাকে তিন বার গ্রেফতার করা হয়েছিল। দুবার তিনি অপহৃত হয়েছিলেন। ২০১১ সালে তিনি দেশটির কারাগারে নির্যাতিত ও ধর্ষিত হয়েছিলেন।[১][২] এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১১ সালে তাকে সুদান ছাড়তে হয়েছিল।[৩] এরপর তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় লাভ করেন।[৪]

পুরস্কার[সম্পাদনা]

হাওয়া আব্দাল্লাহ মোহামেদ সালিহকে ২০১২ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর[৩][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Darfur Activist Hawa Abdallah Mohammed Salih visits Minnesota"Twin Cities Daily Planet। ১৭ মার্চ ২০১২। 
  2. "Pittsburgh salutes Hawa Salih, heroine of Darfur"Pittsburgh Post-Gazette 
  3. "2012 International Women of Courage Award Winners"state.gov 
  4. "Darfur refugee, advocate speaks out, shares story"Winston-Salem Journal 
  5. "Darfuri activist awarded in Washington"Radio Dabanga। ৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।