হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস
অবয়ব
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | এক্সপ্রেস ট্রেন, কবি গুরু এক্সপ্রেস |
প্রথম পরিষেবা | ১৩ নভেম্বর ২০১১ [১] |
বর্তমান পরিচালক | পূর্ব রেল |
যাত্রাপথ | |
শুরু | হাওড়া জংশন রেলওয়ে স্টেশন |
বিরতি | 3 |
শেষ | বোলপুর |
ভ্রমণ দূরত্ব | ১৫৯ কিমি (৯৯ মা) |
পরিষেবার হার | প্রতিদিন |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শীততাপ নিয়ন্ত্রিত আসন সহ, General Unreserved |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | না |
খাদ্য সুবিধা | না |
কারিগরি | |
গাড়িসম্ভার | আদর্শ ভারতীয় রেলওয়ে কোচ |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
পরিচালন গতি | ১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) সর্বোচ্চ ,৫১.৫৭ কিমি/ঘ (৩২ মা/ঘ), (সঙ্গে বিরতি ) |
১৩০১৫/১৬ হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস হল একটি এক্সপ্রেস ট্রেন।এই ট্রেনটি ভারতীয় রেলের পূর্ব রেল জোন পরিচালনা করে। ট্রেনটি হাওড়া জংশন থেকে বোলপুরের মধ্যে চলাচল করে প্রতিদিন।
১৩০১৫ সংখ্যার ট্রেনটি হাওড়া জংশন থেকে বোলপুরের যায় এবং ১৩০১৬ সংখ্যার ট্রেনটি বোলপুর থেকে হাওড়া জংশন যায়।
পরিসেবা
[সম্পাদনা]এই এক্সপ্রেস ট্রেনটি হাওড়া ও বোলপুরের মধ্যে ১৫৯ কিমি রেলপথে চলাচল করে।এই পথে অতিক্রম খরতঘ সয় প্রয়োজন হয় ৩ ঘণ্টা ০৫ মিনিট।
ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি/ঘণ্টা এবং গড়বেগ ৫৫ কিমি/ঘণ্টা।
রুট বা পথ
[সম্পাদনা]হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বর্ধমান , গুসকরা হয়ে বোলপুর পৌচ্ছায়। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "howrah-bolpur-kavi-guru-express-train"।
- ↑ [www.kolkatabengalinfo.com/2011/11/howrah-bolpur-kavi-guru-express-train.htm "howrah-bolpur-kavi-guru-express-train."]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)।