কবি গুরু এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কবি গুরু এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনএক্সপ্রেস ট্রেন
প্রথম পরিষেবা২০১১ [১]
বর্তমান পরিচালকপূর্ব রেল
যাত্রাপথ
ভ্রমণ দূরত্ব১৫৯ কিমি (৯৯ মা)
পরিষেবার হারপ্রতিদিন
যাত্রাপথের সেবা
শ্রেণীGeneral Unreserved
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থানা
খাদ্য সুবিধানা
কারিগরি
গাড়িসম্ভারআদর্শ ভারতীয় রেলওয়ে কোচ
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) সর্বোচ্চ
,৫১.৫৭ কিমি/ঘ (৩২ মা/ঘ), (সঙ্গে বিরতি )

কবি গুরু এক্সপ্রেস হল ভারতীয় রেল-এর একটি এক্সপ্রেস রেল।এটি ২০১১ সালে চালু হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর নামে উৎসর্গিত করে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে এই এক্সপ্রেস রেল ও রাজ্য রানি এক্সপ্রেস একই সঙ্গে চালু হয়। [২][৩]

কবি গুরু এক্সপ্রেস গুলি[সম্পাদনা]

১. ১২৯৪৯/৫০ পোরবন্দর সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস

২. ১৩০১৫/১৬ হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস

৩. ১৩০২৭/২৮ হাওড়া আজিমগঞ্জ কবি গুরু এক্সপ্রেস

৪. ১৯৯০৭/১০ কাম্যখা জয়পুর কবি গুরু এক্সপ্রেস

এই চারটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে একমাত্র ১২৯৪৯/৫০ পোরবন্দর সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস হল সুপার ফাস্ট এক্সপ্রেস।

তথ্যসূত্র[সম্পাদনা]