হাওজা বিন খলিফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাওজা বিন খলিফা
জন্ম১২৫ হিজরী
মৃত্যু২১৬ হিজরী
জাতীয়তাবসরী
পেশামুহাদ্দিস

হাওজা বিন খলিফা বিন আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আবু বকর আবু আশহাব সাকাফী বাকরাভী বসরি আসাম হলেন হাদীসের অন্যতম বর্ণনাকারী এবং তিনি ভাল বিশ্বস্ত হাদীস বর্ণনাকারী ছিলেন।[১] তিনি একশত বিশ সালে জন্মগ্রহণ করেন। তিনি মূলত বসরার বাসিন্দা তবে বাগদাদে থাকতেন। তিনি হাদীস ও মারেফার লেখক ছিলেন। তার বেশিরভাগ বই হারিয়ে গেছে। যা অবশিষ্ট ছিল তা নিয়েও আলোচনা রয়েছে। তিনি ২১৬ হিজরি সালে মারা যান।[২][৩]

হাদীসে নববীর বর্ণনা[সম্পাদনা]

  • যাদের থেকে বর্ণনা করেছেন: সুলাইমান তাইমি, আশত বিন আব্দুল মালিক হামরানি, আউফ আরাবি, ইবনে আউন, ইউনুস বিন ওবায়েদ, হিশাম বিন হাসান, আবু হানিফা, ইবনে জুরায়জ, হাসান বিন আমরা ও তাইফা।
  • তাঁর থেকে বর্ণনা করেছেন: আহমাদ বিন হাম্বল, আবু বকর বিন আবি শায়বাহ, আব্বাস দৌরি, মুহাম্মদ বিন সাদ, মুহাম্মদ বিন আবদুল্লাহ মাখরামি, ইয়াকুব দুরকী, আবু জারাআ দিমাশকি, আবু হাতেম, ইব্রাহিম হারবি, আহমেদ বিন আলী খাররাজ মুকিরি, বিশর বিন মুসা, হারিস বিন আবি ওসামা, তার পুত্র আব্দুল মালিক বিন হুজা, মুহাম্মদ বিন শাজান জাওহারী, মুহাম্মদ বিন আব্বাস এবং অন্যান্যরা।[৩]

তার সম্পর্কে আলেমদের বক্তব্য[সম্পাদনা]

জরাহ ও তাদিল[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "موسوعة الحديث : هوذة بن خليفة بن عبد الله بن عبد الرحمن بن أبي بكرة"। ২০২২-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৪ 
  2. "هوذة بن خليفة بن عبد الله - The Hadith Transmitters Encyclopedia"। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৪ 
  3. "إسلام ويب - سير أعلام النبلاء - الطبقة العاشرة - هوذة بن خليفة- الجزء رقم10"। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৪