আবু শায়বা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু বকর ইবনে আবী শায়বাহ বা ইমাম আবু বকর ইবনে আবী শায়বা বা আবু বকর 'আবদুল্লাহ বিন মুহাম্মাদ ইবনে আবে শায়বা ইব্রাহিম বিন' উসমান আল-আব্বাসি আল-কওফি (আরবী: امام ابو بكر ابن ابي شىيبه; 159 এইচ - 235 এইচ) প্রথম দিকে ছিলেন হাদীসের মুসলিম আলেম। তিনি একটি মুসান্নাফ রচনা রচনা করেছিলেন যা সাধারণত মুসান্নাফ ইবনে আবি শায়বাহ নামে পরিচিত যা এই ধারার প্রথম দিকের অন্যতম কাজ। [৩]


তথ্যসূত্র[সম্পাদনা]