হরিপাড়
হরিপাড় ഹരിപ്പാട് | |
---|---|
পৌরনিগম | |
কেরালায় হরিপাড়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ৯°১৮′০″ উত্তর ৭৬°২৮′০″ পূর্ব / ৯.৩০০০০° উত্তর ৭৬.৪৬৬৬৭° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | কেরল |
জেলা | আলেপ্পি |
সরকার | |
• শাসক | পৌরসভা |
• এমএলএ | রমেশ চেন্নিতলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩০,৯৭৭ |
ভাষা | |
• দাপ্তরিক | মালয়ালম, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬৯০৫১৪ |
টেলিফোন কোড | +৯১৪৭৯ |
যানবাহন নিবন্ধন | KL- 29 (কেএল-২৯) |
নিকটবর্তী শহর | আলেপ্পি |
লোকসভা নির্বাচন কেন্দ্র | আলেপ্পি |
ওয়েবসাইট | www.facebook.com/haripadofficial |
হরিপাড় দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত আলেপ্পি জেলার একটি পৌর শহর। শহরটি ৬৬ নং জাতীয় সড়কের ওপর আলেপ্পি ও কোল্লাম শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত৷
হরিপাড়ের পূর্বদিকে রয়েছে পল্লীপাড় ও বীয়পুরম, উত্তরদিকে করুবাত্র, পশ্চিমদিকে কুমারপুরম ও কার্তিকপল্লী এবং দক্ষিণদিকে নঙ্গিয়ারকুলঙ্করা৷[১] হরিপাড় আরব সাগরের অতি নিকটে অবস্থিত যা মাবেলিকরার সাথে ত্রিকুন্নপ্পির সংযোগ স্থাপন করেছে৷ শহরটি ক্ষেত্রনগরী (অর্থাৎ মন্দিরের শহর) নামেও স্থানীয়দের মধ্যে পরিচিত৷ এগুলির মধ্যে হরিপাড় শ্রীসুব্রহ্মণ্য স্বামী মন্দির সর্বাধিক উল্লেখযোগ্য৷ অনুষ্ঠিত পয়িপাড় জলোৎসবম বহু দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করে৷ মন্দিরের সুব্রহ্মণ্যম মূর্তিটি পাতাম নৌকায় করে কণ্ডলুর থেকে এখানে আনা হয়েছিলো বলে মনে করা হয়৷[২]
ইতিহাস
[সম্পাদনা]পূর্বে এটি অরিপাড্ড নামে পরিচিত ছিলো, ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে হরিপাড় নামটি প্রচলিত হওয়া শুরু হয়৷ কিছু বিদ্বজ্জনের মতে অরিকে পাট থেকে থেকে এই নাম এসেছে যার অর্থ জশালয়ের নিকট৷ ইউরোপীয় উপনিবেশের সময়ে ওলন্দাজ গভর্নমেন্ট গোলানেজের প্রস্তাবে কুইলন ও পুরঘাটের মধ্যবর্তী তটকে তারা মার্থা বলে ডাকা শুরু হয়৷[৩][৪] আরো নির্দিষ্ট করে বললে, হরিপাড় ছিলো এই তটরেখার করিমপল্লী অঞ্চলে, যা ছিলো কায়মকুলাম ও পুরঘাটের মধ্যবর্তী, এটি আবার বিট্টিমনা নামেও পরিচিত ছিলো৷
বিট্টিমনার সদর ছিলো করিমপল্লীতে, যদিও তা পরে কার্তিকপল্লীতে স্থানান্তরিত করা হয়ে ছিলো৷ ১৭৪২ খ্রিস্টাব্দে মার্তণ্ডবর্মা কার্তিকপল্লী দখল করেন ও ত্রিবাঙ্কুর রাজ্যের অন্তর্ভুক্ত করেন৷ হরিপাড়ে অবস্থিত টাউন হল এই প্রমাণ৷[৩] কার্তিকপল্লী তালুকের সদর হরিপাড় রাজ্যে ধান উৎপাদনে যথেষ্ট ভূমিকা রাখে৷[৩]
১৯২১ খ্রিস্টাব্দে হরিপাড় পৌরনগরের তকমা, আবার ১৯৪১ খ্রিস্টাব্দে এটিকে অপৌর শহরে নামিয়ে আনা হয়৷ আবার ১৯৫৪ খ্রিস্টাব্দে এটিকে পঞ্চায়েতে পরিণত করা হয়৷[২][৩] ২০১৫ খ্রিস্টাব্দে এটিকে আবার পৌরসভায় উন্নীত করা হয়৷
নামকরণ
[সম্পাদনা]হরিপাড় নামটি অরিপাড় থেকে এসে থাকতে পারে যেখা অরি শব্দের অর্থ ধান৷ আবার "হরিগীতপুরম" থেকেও এই নামটি এসে থাকতে পারে৷[৫] The population of Haripad is 16,445, as of the 2011 census.[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Location Map of Haripad"। Haripad.in।
- ↑ ক খ "Haripad Overview"। Blessings on the Net।
- ↑ ক খ গ ঘ "History of Haripad"। Haripad.in। ২০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "History of Haripad"। Blessings on the Net।
- ↑ "About Haripad"। Haripad.in। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Veethi"।