হরিকৃষ্ণ দুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হরিকৃষ্ণ দুয়া
রাজ্যসভার মনোনীত সদস্য
কাজের মেয়াদ
১৮ নভেম্বর ২০০৯ – ১৭ নভেম্বর ২০১৫
পূর্বসূরীকৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1937-07-01) ১ জুলাই ১৯৩৭ (বয়স ৮৬)
সারগোদা, পাঞ্জাব প্রদেশ (ব্রিটিশ ভারত), ব্রিটিশ ভারত
(বর্তমানেপাঞ্জাব পাকিস্তান
দাম্পত্য সঙ্গীঅদিতি দুয়া (বি. ২০০০)
সন্তানপ্রশান্ত দুয়া (পুত্র)
পেশা
  • সাংবাদিক
  • কূটনীতিক
  • রাজনীতিবিদ
পুরস্কারপদ্মভূষণ (১৯৯৮)

হরিকৃষ্ণ দুয়া (জন্ম ১ জুলাই ১৯৩৭) [১] একজন বরিষ্ঠ ভারতীয় সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার, কূটনীতিক, এবং রাজ্যসভার মনোনীত সদস্য । তিনি ভারতের দুই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এইচ. ডি. দেবেগৌড়া'র মিডিয়া উপদেষ্টা ছিলেন। তিনি একসময় ডেনমার্কে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। [২]

তিনি ১৯৮৭ খ্রিস্টাব্দ হতে সাত বৎসর হিন্দুস্তান টাইমসের সম্পাদক এবং তারপর ১৯৯৪ খ্রিস্টাব্দ হতে ১৯৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রধান সম্পাদক ছিলেন। ২০০৩ খ্রিস্টাব্দে তিনি চণ্ডীগড় থেকে প্রকাশিত ইংরাজী দৈনিক দ্য ট্রিবিউনের সঙ্গে যুক্ত হন এবং ২০০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি সম্পাদনা করেন। ভারতের অন্যতম গণযোগাযোগ প্রচারের সংস্থা ইন্ডিয়া মিডিয়া, দুয়ার 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ সময়কালে তাকে '১৯৯৪ খ্রিস্টাব্দের মিডিয়া ব্যক্তিত্ব' হিসাবে ঘোষণা করে।[৩] মে 10, ২০০১ খ্রিস্টাব্দের ১০ মে ২০০৩ খ্রিস্টাব্দের ২৬ পর্যন্ত তিনি ডেনমার্কে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০০৮ খ্রিস্টাব্দ হতে ২০০৯ খ্রিস্টাব্দের নভেম্বর পর্যন্ত তিনি দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন। [১]

হরিকৃষ্ণ দুয়া ১৯৯৮ খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। [3] ২০০৯ খ্রিস্টাব্দের নভেম্বর তিনি ইউপিএ সরকার কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনীত হন এবং নভেম্বর ২০১৫-এ তাঁর মেয়াদ শেষ হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Detailed Profile: Shri H.K. Dua"India.gov.in। ১ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮ 
  2. "H K Dua"। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১ 
  3. "H.K. Dua is mediaperson of the year"। The Indian Express। Press Trust of India। ২১ অক্টোবর ১৯৯৪। পৃষ্ঠা 10।