হগ ব্যাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হগ ব্যাজার (বৈজ্ঞানিক নাম: Arctonyx collaris) মুস্টেলিনি (Mustelinae) গোত্রের অন্তর্গত এক প্রজাতির স্তন্যপায়ীদক্ষিণ এশিয়াদক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে। ক্রমান্বয়ে হারে বনভূমি ধ্বংসের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেকারণে আইইউসিএন প্রজাতিটিকে প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

তথ্যসূত্র[সম্পাদনা]