পাট অধিদপ্তর (বাংলাদেশ)
গঠিত | ১৯৭৮ |
---|---|
প্রতিষ্ঠাতা | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
ধরন | সরকারি |
উদ্দেশ্য | পাটশিল্পের রক্ষণাবেক্ষণ |
সদরদপ্তর | ৯৯, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাসচিব | মোহাম্মদ আতাউর রহমান |
প্রধান প্রতিষ্ঠান | বস্ত্র ও পাট মন্ত্রণালয় (বাংলাদেশ) |
সহায়করা | |
সম্পৃক্ত সংগঠন | |
ওয়েবসাইট | dgjute |
পাট অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশে পাট শিল্পের বিকাশ ও প্রসারের জন্য জন্য সংস্থাটি কাজ করে।[১][২][৩][৪]
অধিদপ্তর পাটভিত্তিক পণ্য উৎপাদনের অগ্রগতি ও বৈচিত্র্য অর্জনে সারা দেশে অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক কাজ করে।[৫]
ইতিহাস
[সম্পাদনা]বস্ত্র মন্ত্রণালয় ও পাট মন্ত্রণালয়ের একীভূত হওয়ার পরে ১৯৭৮ সালে একটি পরিদপ্তর গঠিত হয়।[৬][৭][৮] যদিও ১৯৫৩ সালে তৎকালীন আকিস্তান সরকার জুট বোর্ড গঠন করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের এপ্রিল মাসে জুট বোর্ড বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পাট বিভাগ সৃষ্টি করা হয়। এরর ১৯৭৬ সালে পৃথক পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। এর সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর সৃষ্টি করা হয়। ১৯৭৮ সালে পাট ও পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর নামে অপর একটি পরিদপ্তর সৃষ্টি করা হয়। এর উদ্দেশ্য ছিলো কাঁচাপাট ও পাটজাত পণ্যের মান নিয়ন্ত্রণ করা। বিশ্ব ব্যাংকের সুপারিশে এটি তৈরী করা হয়। ১৯৯২ সালে পাট পরিদপ্তর এবং পাট ও পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর একীভূত করে পাট অধিদপ্তর গঠিত হয়। সাবেক পরিদপ্তর দুটির মোট জনবলের সংখ্যা ছিল ৭৯৩ জন। নবগঠিত পাট অধিদপ্তরের জনবল নির্ধারণ করা হয় ৪৯৪ জন। সমগ্র বাংলাদেশে পাট অধিদপ্তরের ১৮ টি আঞ্চলিক অফিস রয়েছে। এরমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত ৩টি পাটপণ্য পরীক্ষাগার। এছাড়া দেশে ৪৩ টি মুখ্য পরিদর্শকের কার্যালয় ও ৭৯ টি পরিদর্শকের কার্যালয় স্থাপন করা হয়েছে।[৯]
অধিদপ্তরের ভিশন
[সম্পাদনা]পাটখাতকে নিরাপদ, শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলা।[৯]
মিশন
[সম্পাদনা]পাটচাষী, পাটকল ও ব্যবসায়ীদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ।[৯]
কৌশলগত উদ্দেশ্যসমূহ
[সম্পাদনা]- পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ে সহযোগিতা প্রদানের নিমিত্ত আইন ও বিধিমালা প্রয়োগ জোরদারকরণ
- দক্ষ ও প্রয়োজনীয় জনবল তৈরীর নিমিত্ত সাংগঠনিক কাঠামো সুসংগঠিতকরণ
- প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন
- পাট ও পাটজাত পণ্যের উৎপাদন, মান নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতা প্রদান;
- পাটখাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ[৯]
অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলী
[সম্পাদনা]- পাট আইন-২০১৭ প্রয়োগ ও বাস্তবায়ন;
- পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা-২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন;
- পাট ও পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ, রপ্তানি ও রপ্তানি আয়ের যাবতীয় তথ্যাদি সংগ্রহ ও সমন্বিত প্রতিবেদন প্রস্তুতকরণ;
- পাট চাষের উন্নয়ন, প্রসার, গবেষণা ;
- স্থানীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদার সাথে সঙ্গতি রেখে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ;
- পাট চাষের জন্য ভূমি ব্যবহার পরিকল্পনা ;
- বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা, উদ্ভাবন ;
- পাট চাষীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ;
- পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় প্রণোদনা Ges পুরস্কার cÖ`vb বিষয়ে কার্যক্রম গ্রহণ;
- পাটকলসমুহে উৎপাদন পর্যায়ে পণ্য মান নিয়ন্ত্রণ,পণ্যের মান নিশ্চতকরণ এবং পরামর্শ ও সহায়তা প্রদান;
- পাট ও পাটজাত পণ্যের ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়ন;
- পাট ব্যবসায়ের অনিয়ম ও অসাধুতা রোধ;
- পাট ও পাটজাত দ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং
- “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Use jute bags, break up with plastics: PM"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "Jute packaging must for nine more agro products"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "Jute could be next main driver of economy"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ চার’শ কোটি টাকার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প এবং এর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান ( যুগ্ম-সচিব), বস্ত্র ও পাট মমন্ত্রণালয় (17 December 2020)। "Amader somoy.com"। amadersomoy.com। সংগ্রহের তারিখ 17/12/2020। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Parvez, Sohel (২০১৯-০৩-১৩)। "New jute seed ushers in hope"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪।
- ↑ Humphrey, Clare E. (২০১৯)। Privatization In Bangladesh: Economic Transition In A Poor Country (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 9781000308174। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "বস্ত্র অধিদপ্তর"। dot (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "jute mill machinery purchase in dhaka bangladesh"। ezikorestaurant.co.za। ২৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "পাট অধিদপ্তর"।