বিষয়বস্তুতে চলুন

সোনিপথ লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনিপথ লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যহরিয়ানা
প্রতিষ্ঠিত১৯৭৭ - বর্তমান
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
রমেশ চন্দর কৌশিক
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

সোনিপথ কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ১০ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৭৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা গুলি হল হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি।

হরিয়ানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল লোকসভা সোনিপথ আসনটি। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে লোকসভার কেন্দ্রের মেয়াদ আরও একবছর বাড়ানো যায় আবার বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন করা যায়, যা উপনির্বাচন নামে পরিচিত। ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে সোনিপথ রাজ্যের বৃহত্তম শহরের পাশাপাশি সর্বাধিক জনবহুল জেলাগুলির মধ্যে একটি, জনসংখ্যা ৪৫৮, ১৪৯ জন।

ইতিহাস

[সম্পাদনা]

সোনিপথ লোকসভা কেন্দ্রে ১৯৭৭ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য হরিয়ানা বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৯ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৯টি বিধানসভা কেন্দ্রই তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। বিধানসভা কেন্দ্র গুলি হলঃ-

গানৌর বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

রায় বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

খরখৌদা বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

সোনিপত বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

গোহনা বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বরোদা বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

জুলানা বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

সফিদন বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

জিন্দ বিধানসভা কেন্দ্র -

এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা:

[সম্পাদনা]

ভারতের নির্বাচন কমিশন ২০১৯ এর রিপোর্ট অনুসারে'সোনিপথ লোকসভা কেন্দ্রের মোট ভোটার দাতা ছিল ১১,৩১,১৪৬। বিজয়ী বর্তমান সাংসদ ভারতীয় জনতা পার্টি দলের সদস্য রমেশ চন্দর কৌশিক [][] এবং তিনি গত দুবারের সাংসদ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sarawagi, Vinay; Saaliq, Sheikh (১৭ জুলাই ২০১৭)। "In Numbers: 3-Year Performance Appraisal of MPs in 16th Lok Sabha"News 18। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  2. "In Numbers: Sonipat Lok Sabha results 2019"। indiatoday। মে ২৪, ২০১৯। 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
  • Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]