সৈয়দ রিফাত আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিচারপতি
সৈয়দ রিফাত আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-12-28) ২৮ ডিসেম্বর ১৯৫৮ (বয়স ৬৫)
পিতামাতাসৈয়দ ইশতিয়াক আহমেদ (পিতা)
সুফিয়া আহমেদ (মাতা)

সৈয়দ রিফাত আহমেদ (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৫৮) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সৈয়দ রিফাত আহমেদ ২৮ ডিসেম্বর ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার ও বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল[২] তার মাতা সুফিয়া আহমেদ জাতীয় অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক ছিলেন।[৩]

রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি অফ টাফ্টস ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

সৈয়দ রিফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

তিনি হংকং এবং ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

তিনি ২৭ এপ্রিল ২০০৩ সালে বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন।

২৭ এপ্রিল ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Cops, judges must together ensure justice'"ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮ 
  2. "Barrister Syed Ishtiaq Ahmed Memorial Lecture 2019"ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮ 
  3. "Language Movement hero National Professor Sufia Ahmed dies"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮