বিষয়বস্তুতে চলুন

সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
কাজের মেয়াদ
৩ জুলাই ২০০১ – ১৭ সেপ্টেম্বর ২০১৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৫১ (বয়স ৭৩)
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন (জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯৫১) একজন বাংলাদেশী আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

দস্তগীর হোসেন ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। দস্তগীর হোসেনের পিতা সৈয়দ এবি মাহমুদ হোসেন বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি ছিলেন, তার মাতার নাম সুফিয়া বেগম। তিনি সেন্ট গ্রেগরি স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি, ঢাকা কলেজ থেকে ১৯৭০ সালে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমএ (জুরিসপুডেন্স) ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালের ১০ মার্চ দস্তগীর হোসেন আইনজীবী হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৯ সালের ১০ মার্চ দস্তগীর হোসেন হাইকোর্ট বিভাগে এবং ১৯৮৪ সালের ২ আগস্ট আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই দস্তগীর হোসেনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০০৩ সালের ৩ জুলাই তিনি হাইকার্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

২০০৬ সালের ৬ আগস্ট, দস্তগীর হোসেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি আদেশ জারি করেন এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ পুলিশকে জিজ্ঞাসা করেন কেন তাদের হেফাজতে থাকা মানুষের জীবন রক্ষার নির্দেশ দেওয়া হবে না।[]

দস্তগীর হোসেন ও অন্যান্য ১৮জন বিচারক হাইকোর্ট বিভাগের একটি আদেশের বিরোধিতা করেছিলেন যা সরকারকে ১০জন বিচারকের পদ স্থায়ী করতে বলেছিল, যাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার অস্বীকার করেছিল।[] ১৯ জনের মধ্যে দস্তগীর হোসেনই ছিলেন একমাত্র বিচারক যাকে আওয়ামী লীগ সরকার নিয়োগ করেছিল এবং বাকিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক নিযুক্ত হয়েছিল।[]

২০০৯ সালের ২৯ অক্টোবর, দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ রইস উদ্দিন ২০০৫ সালের কামরুল ইসলাম মমিন হত্যা মামলায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রফিকুল ইসলামকে জামিন দেন।[]

২০১৬ সালের ১৭ জানুয়ারী, দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহীদুল হক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে অর্থ আদায়ের জন্য মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক গোলাম রাব্বিকে নির্যাতনের তদন্তের জন্য একটি আদেশ জারি করেন।[][] দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহীদুল হক ২০১৬ সালের ১১ এপ্রিল ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা ৭২টি মামলা বন্ধের নির্দেশ দেন।[] একই বছরের ১৩ এপ্রিল, দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহীদুল হক সিম কার্ডের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেন।[]

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর, দস্তগীর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দর্শককে বলেছিলেন যে সরকার সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় তৈরি করার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুরোধ উপেক্ষা করছে এবং এটি আদালতের স্বাধীন হওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।[]

দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খান আইন সচিব হিসাবে আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হকের পুনর্নিয়োগ স্থগিত করে ২০১৭ সালের আগস্টে একটি আদেশ জারি করেন।[১০][১১]

২০১৮ সালের ২৯ জানুয়ারী, দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খান, ইতিমধ্যে হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করেন।[১২]

২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Supreme Court of Bangladesh"Sovereign Chambers of Law (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  2. Sarkar, Ashutosh (২০২০-১০-০৩)। "Extrajudicial Killings: No hearing on HC rules yet"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  3. "19 sitting judges oppose HC rule"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  4. Staff Correspondent (২০০৯-১০-২৯)। "HC grants bail to suspended OC Rafiq"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  5. "Writ seeks judicial inquiry into Bank official torture"theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  6. Report, Star Online (২০১৬-০১-১১)। "Cop closed over 'torturing bank official'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  7. "72-case proceedings against Mahfuz Anam stayed"banglanews24.com। ২০১৬-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  8. "Biometric SIM registration"theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  9. Correspondent, Senior; bdnews24.com। "Law ministry cold-shoulders even Bangladesh chief justice, alleges senior HC judge"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  10. Staff Correspondent; bdnews24.com। "HC stays appointment of Zahirul Haque as law secretary for three months"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  11. Report, Star Online (২০১৭-০৮-২২)। "SC clears way for law secretary to discharge duties"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  12. "লোহাগাড়া থানার সেই ওসিকে বদলির আদেশ বহাল"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫ 
  13. "অবসরে যাচ্ছেন বিচারপতি দস্তগীর হোসেন"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫