সুশীলা মিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুশীলা মিত্র
জন্ম১৮৯৩ সালে ফাল্গুন মাসে
ত্রিপুরা, আশিকাঠি গ্রাম, ব্রিটিশ ভারত, (বর্তমান ভারত ভারত)
মৃত্যু
(বর্তমান ভারত ভারত)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীকুমুদিনীকান্ত মিত্র
পিতা-মাতা
  • গুরুচরন ঘোষ (পিতা)
  • সরলাবালা ঘোষ (মাতা)

সুশীলা মিত্র (জন্ম: ১৮৯৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

ব্যক্তিজীবন[সম্পাদনা]

১৮৯৩ সালের ফাল্গুন মাসে সুশীলা মিত্র জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরা জেলার আশিকাঠি গ্রামে। তাঁর পিতা গুরুচরণ ঘোষ ও মাতা সরলাবালা ঘোষ। ‘ত্রিপুরা হিতসাধনী সভা' মেয়েদের তখন লেখাপড়া শিক্ষায় উৎসাহ দিত। তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। নোয়াখালি জেলার গারুয়া গ্রামের কুমুদিনীকান্ত মিত্রের সঙ্গে সুশীলা ঘোষের বিবাহ হয়। তারপরে নোয়াখালি শহরে চলে যান।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

১৯১৪-১৫ সালের ভারত-জার্মান ষড়যন্ত্রের সময় বিপ্লবীদের একটি গোপন আড্ডা ছিল তাঁদের বাড়ি। তাঁর দেবর সত্যেন বসু ও শচী বসু যুগান্তর নামক বিপ্লবী দলের সভ্য ছিলেন। তাঁদের দেওয়া গোপন জিনিসপত্র সুশীলা মিত্র লুকিয়ে রাখতেন এবং সর্বপ্রকারে তাঁদের সাহায্য করতেন। বিপ্লবীদের ত্যাগ, কর্মনিষ্ঠা এবং দৃঢ়তা সুশীলা মিত্রকে প্রেরণা দিত। নোয়াখালিতে তখন মেয়েরা লেখাপড়া শিখত না ; অশিক্ষিত দাইয়ের হাতে প্রসূতি ও শিশুমৃত্যু ঘটত অহরহ। একদিন কলিকাতার ‘সরোজনলিনী নারীমঙ্গল সমিতি' থেকে নোয়াখালিতে একজন ভদ্রলোক ম্যাজিক-ল্যান্টার্ন দেখাতে যান। তার পরদিনই সুশীলা মিত্র এবং তাঁর কয়েকজন বন্ধু মিলে তাঁর সঙ্গে সমিতি গঠন করা সম্বন্ধে আলোচনার পর ‘নোয়াখালি সরোজনলিনী নারীমঙ্গল সমিতি' গঠন করেন ; সুশীলা মিত্র সম্পাদিকা নির্বাচিত হন। সমিতি ক্রমে শক্তিশালী হয়ে ওঠে, তার ৫টি শাখা ঐ শহরেই খোলা হয়। সুশীলা মিত্র প্রায় ১০-১২ বছর সমিতির সম্পাদিকা ছিলেন। আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে ১৯৩২ এর ২৬ শে জানুয়ারি গ্রেফতার হন। এরপরে কুমিল্লা ও বহরামপুর জেলে কাটানোর পরে ১৯৩৩ সালে মিক্তি পান।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৮৮-১৯১। আইএসবিএন 978-81-85459-82-0 
  2. মিত্র ঠাকুর, নিখিল (২৩ জুলাই ২০২৩)। "ফিরে দেখা বঙ্গবিপ্লবী অগ্নিকন্যা"রোজকার অনন্যা। ঢাকা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  3. রফিক, শেখ (২০১৪)। "সুশীলা মিত্র"। শত বিপ্লবীর কথা। ঢাকা: বিপ্লবীদের কথা প্রকাশনা। আইএসবিএন 9789848675328