সুবোধ সরকার
অবয়ব
সুবোধ সরকার | |
---|---|
জন্ম | ১৯৫৮ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | লেখক |
সুবোধ সরকার (১৯৫৮-) পশ্চিমবঙ্গের একজন আধুনিক কবি। প্রথম কবিতার বই প্রকাশিত হয় সত্তরের দশকে। এপর্যন্ত্য কুড়িটি কবিতার বই লিখেছেন, জিতেছেন দুটি পুরস্কার, কবিতার জন্য দেশবিদেশ সফর করেছেন। সমালোচকরা বলেন তার কবিতায় আছে গভীর অন্তর্দৃষ্টি ও মানবিকতা, যা কখনো শ্লেষাত্মক, কখনো সরাসরি ও সংবেদনশীল। তিনি বর্তমানে ভাষানগর পত্রিকার সম্পাদক।
জন্ম ও পরিবার
[সম্পাদনা]জন্ম কৃষ্ণনগরে ১৯৫৮ সালে। পেশায় ইংরেজির অধ্যাপক। স্ত্রী কবি মল্লিকা সেনগুপ্ত (প্রয়াতা)।
গ্রন্থ
[সম্পাদনা]২০টির বেশি গ্রন্থ, যার মধ্যে ২০টিই কাব্যগ্রন্থ | তার মধ্যে কবিতা
- একা নরকগামী (১৯৮৮),
- রাজনীতি করবেন না (১৯৯৭),
- ভালো জায়গাটা কোথায় (২০০১),
- জেরুজালেম থেকে মেদিনীপুর (২০০১),
- সব রাস্তা রোমে যায় না (২০০১),
- কাল্লু (২০০৩),
- মণিপুরের মা (২০০৫),
- যা উপনিষদ তাই কোরাণ (২০০৬),
- প্রতিবাদের কবিতা (২০০৭),
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- ২০০০ সালে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ভারতীয় কবি
- বাঙালি কবি
- ১৯৫৮-এ জন্ম
- নদিয়া জেলার ব্যক্তি
- বাঙালি লেখক
- কলকাতার লেখক
- জীবিত ব্যক্তি
- বাঙালি হিন্দু
- ২০শ শতাব্দীর বাঙালি
- ২১শ শতাব্দীর বাঙালি
- বাঙালি পুরুষ কবি
- ২০শ শতাব্দীর বাঙালি কবি
- ২১শ শতাব্দীর বাঙালি কবি
- বাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী
- ভারতীয় পুরুষ লেখক
- ভারতীয় সম্পাদক
- ভারতীয় ম্যাগাজিন সম্পাদক
- ভারতীয় অনুবাদক
- ভারতীয় পুরুষ কবি
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ২০শ শতাব্দীর ভারতীয় কবি
- ২১শ শতাব্দীর ভারতীয় কবি
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখক
- ২০শ শতাব্দীর ভারতীয় অনুবাদক
- পশ্চিমবঙ্গের কবি
- সিটি কলেজ, কলকাতার শিক্ষক
- কৃষ্ণনগরের ব্যক্তি