সিস্টারস ইন ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিস্টার্স ইন ইসলাম
এসআইএস
(এসআইএস ফোরাম মালয়েশিয়া)
নীতিবাক্যপরিবর্তনের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর
প্রতিষ্ঠাতাজয়না আনোয়ার, আমিনা ওয়াদুদ, আসকিয়াহ আদম, নোরানী ওসমান, রাশিদাহ আবদুল্লাহ, রোজ ইসমাইল এবং শরীফাহ জুরিয়াহ আলজেফরি।
ধরনঅলাভজনক
এনজিও
উদ্দেশ্যইসলাম নারী
যে অঞ্চলে
 মালয়েশিয়া
মূল ব্যক্তিত্ব
জয়নাহ আনোয়ার (প্রধান)

সিস্টারস ইন ইসলাম (এসআইএস) হল মালয়েশিয়ার নাগরিক সমাজের একটি সংগঠন যা ইসলামের কাঠামোর মধ্যে নারীর অধিকার এবং সার্বজনীন মানবাধিকারের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম মহিলাদের অধিকার প্রচারের জন্য কুরআন দ্বারা নির্দেশিত সমতা, ন্যায়বিচার এবং স্বাধীনতার নীতির উপর নির্ভর করে এ এনজিওটি। এসআইএসের কাজটি হল ইসলামের নামে তৈরি করা নারীর প্রতি বৈষম্যমূলক আইন ও নীতির বিরোধিতা করা। যেমন, এটি মালয়েশিয়ার ইসলামিক পারিবারিক এবং শরিয়া আইনের আওতায় থাকা সমস্যাগুলির বিরোধীতা করে। উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা হল: বহুবিবাহ, [১] বাল্যবিবাহ, [২] নৈতিক পুলিশিং, [৩] ইসলামিক আইনি তত্ত্ব এবং আইনশাস্ত্র, হিজাব এবং বিনয়, [৪] নারীর প্রতি সহিংসতা এবং হুদুদ[৫] এটি তার ইসলামি নারীবাদী গবেষণা এবং সমর্থনের জন্য বিখ্যাত। [৬]

ইতিহাস[সম্পাদনা]

"আল্লাহ তো ইসলামের ন্যায় ন্যায়পরায়ণ, তাহলে ইসলামের নামে প্রণীত আইন ও নীতি কেন অন্যায়ের সৃষ্টি করে?" সিস্টারস ইন ইসলাম (এসআইএস) এর প্রতিষ্ঠাতা সদস্যরা যখন ইসলামের নামে মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যের সমস্যার সমাধানের জন্য তাদের অনুসন্ধান শুরু করেছিলেন তখন তারা এই প্রশ্নের সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছিলেন।[৭][যাচাইকরণ ব্যর্থ হয়েছে]

এসআইএস ১৯৮৮ সালে গঠিত হয় এবং ১৯৯৩ সালে এসআইএস ফোরাম মালয়েশিয়া নামে একটি বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। ইসলামে সিস্টারস নামটি একটি লেখকের নাম হিসাবে রাখা হয়েছে।

সিস্টারস ইন ইসলাম এর সহ-প্রতিষ্ঠাতা সাত মহিলা হলেন : জয়নাহ আনোয়ার, আমিনা ওয়াদুদ, আসকিয়া আদম, নোরানি ওসমান, রাশিদাহ আবদুল্লাহ, রোজ ইসমাইল এবং শরীফাহ জুরিয়াহ আলজেফরি। অন্যান্য সদস্যরা টনি কাসিম এর মতো কর্মীদের অন্তর্ভুক্ত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Polygamy not a God-given right to Muslims" 
  2. "Syariah court fails to protect and safeguard Muslim girls — Sisters in Islam"। ২০১৪-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Archives"। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "Sisters In Islam: News / Comments / Dress and Modesty in Islam"। ২৩ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Sisters In Islam: Sisters in Islam remains firmly opposed to the implementation of Hudud law for Malaysia"। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. Gürkan, Senem; Barut, Yaşar (৭ জুন ২০২১)। "Feminizmden Esinlenen İslami Bir Oluşum: Sisters in Islam (SIS)" (তুর্কি ভাষায়)। Ondokuz Mayıs University: 41–53। 
  7. "Sisters In Islam: The SIS Story"। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩