সিন্দুরমতি তীর্থধাম
সিন্দুরমতি তীর্থধাম | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | লালমনিরহাট জেলা |
উৎসবসমূহ | রাম নবমী, দুর্গা পূজা, কার্তিক দীপোৎসব |
অবস্থান | |
অবস্থান | পঞ্চগ্রাম, লালমনিরহাট সদর |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৫°৪৮′৪৭″ উত্তর ৮৯°৩১′০২″ পূর্ব / ২৫.৮১৩০৫৯২° উত্তর ৮৯.৫১৭১১১২° পূর্ব |
স্থাপত্য | |
সৃষ্টিকারী | জমিদার রাজ নারায়ন চক্রবর্তী |
স্থানের এলাকা | আনু. ১৭ একর |
সিন্দুরমতি তীর্থধাম বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তে সিন্দুরমতি মৌজায় অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। এটি সিন্দুরমতির দিঘি কেন্দ্র করে প্রতিষ্ঠিত । চৈত্র মাসের রাম নবমীর তিথিতে এখানে বিশাল মেলা বসে। সেদিন তীর্থযাত্রীরা এই ঐতিহাসিক দিঘিতে পুণ্যস্নান করে।[১] ১৯৭৫ এ সরকারি উদ্যোগে এই দিঘি সংস্কারের সময় প্রাচীন কালের অনেক মুদ্রা ও মূর্তি পাওয়া যায় যা বর্তমানে জাতীয় যাদুঘরে সংরক্ষিত আছে।[২][৩]
ইতিহাস ও নামকরণ
[সম্পাদনা]কথিত আছে জনৈক হিন্দু জমিদার রাজ নারায়ন চক্রবর্তী সন্তান লাভের বাসনায় এই দিঘিটি খনন করেন। তার দুটি কণ্যা সন্তান হলে নাম রাখেন সিন্দুর ও মতি । কিন্তু খনন কাজ সম্পূর্ণ হওয়ার পর দেখা যায় জল উঠছে না। স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জমিদার রাম নবমীর দিনে পূজার আয়োজন করেন। পূজার আয়োজন করা হয় দিঘির ঠিক মাঝখানে। তার দুই মেয়ে সিন্দুর ও মতি সেখানে অবস্থান করছিল। পূজা সমাপ্ত হওয়ার আগেই হঠাৎ প্রবল বেগে জল উঠা শুরু হয় । সকলেই পাড়ে উঠলেও সিন্দুর ও মতি অথৈ জলে তলিয়ে যায় এবং দেবত্ব প্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করেছে। সেই থেকে এর নাম হয় সিন্দুরমতি।[৩][৪][৫]
মন্দির
[সম্পাদনা]সিন্দুরমতি দিঘিতে প্রতিষ্ঠিত মন্দির:
- দুর্গা মন্দির
- কৃষ্ণ মন্দির
- বিষ্ণু মন্দির
- রাম মন্দির (নির্মানাধীন)
- কালী মন্দির
- সিন্দুর-মতি মন্দির
- শিব মন্দির
- কার্তিক মন্দির
- গণেশ মন্দির (নির্মানাধীন)
- বিশ্বকর্মা মন্দির (নির্মানাধীন)
- বৃদ্ধেশ্বরী মন্দির
- সিন্দুরমতি পুকুরপাড় মহাশ্মশান
সিন্দুরমতি মেলা
[সম্পাদনা]প্রতি বছর চৈত্র মাসের রাম নবমী তিথিতে পুকুরটিতে বিরাট মেলা, পুণ্যস্নান ও অন্যান্য পূজা অর্চনা হয়ে থাকে। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু পূণ্যার্থীর আগমনে এলাকাটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে।[৬] পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক ভক্ত এই মেলায় যোগ দেয়।[১]
অন্যান্য
[সম্পাদনা]প্রতিবছর কার্তিক মাসের সমাপ্তি দিবসে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই সিন্দুরমতির স্নান ঘাটে পুণ্য কার্তিক দীপোৎসব অনুষ্ঠিত হয়।[৭] এখানে একটি বৈদিক গ্রন্থাগার ও রয়েছে।
চিত্রসম্ভর
[সম্পাদনা]-
বিজয়া দশমী ২০১৯ ইং
-
দুর্গা প্রতিমা বিসর্জন
-
সিন্দুরমতির মেলা
-
সিন্দুরমতির মেলা
-
বিজয়া দশমী ২০২৩
আরো পড়ুন
[সম্পাদনা]- কুম্ভমেলা, বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ
- চিলমারীর অষ্টমীর স্নান ও মেলা
- লাঙ্গলবন্দ
- কোটেশ্বর শিব মন্দির
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Correspondent, Our; Lalmonirhat (২০১১-০৪-১৩)। "Sindurmoti Mela held in Lalmonirhat"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ Roy, S. Dilip (২০২৩-০৪-০২)। "Historical Sindurmoti Mela held in Lalmonirhat"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৩।
- ↑ ক খ সরকার, স্বপন। "সিন্দুরমতি দিঘিকে ঘিরে যত কথা (ভিডিওসহ)"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "Name and description of historical, archaeological and architectural monuments tourist attractions"। Bangladesh Parjatan Corporation।
- ↑ "কুড়িগ্রামের সিন্দুরমতি দিঘি কাহিনী"। The Dhaka Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ নান্দনিক সৌন্দর্যের আঁধার সিন্দুরমতি দিঘী | Sindurmati Dighi | Historical Place of Kurigram (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪
- ↑ "কার্তিকা পূজায় সিন্দুরমতি স্নান ঘাটে পুণ্য দীপদান | daily tolper"। dailytolper.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৭।