চিলমারীর অষ্টমীর স্নান ও মেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিলমারী অষ্টমী স্নানোৎসব
চিলমারীর অষ্টমীর মেলা
ধরনধর্মীয়, সাংস্কৃতিক
তারিখ (সমূহ)চৈত্র মাসের অষ্টমী তিথি
পুনরাবৃত্তিবার্ষিক
ঘটনাস্থলরাজারভিটা, চিলমারী, কুড়িগ্রাম
দেশবাংলাদেশ
অতি সাম্প্রতিক২৯ মার্চ ২০২৩
পরবর্তী ঘটনা১৬ এপ্রিল ২০২৪
অংশগ্রহণকারী১০ লাখ +

চিলমারীর অষ্টমীর স্নান ও মেলা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিবছর চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী স্নান ও মেলা রাজারভিটা এলাকায় পুণ্যতোয়া নদীর তীরে হয়। প্রায় ৪০০ বছর ধরে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা।[১] চিলমারীর ব্রহ্মপুত্র নদের রাজারভিটা এলাকাটি তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর লাখো পুণ্যার্থী ব্রহ্মপুত্রের তীরে জড়ো হন।[২][৩] প্রতিবেশী দেশগুলো থেকেও অনেক ভক্ত যোগদান করে।[৪]

স্নান উপলক্ষে চিলমারীতে ব্রহ্মপুত্রের তীরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীরা অবস্থান করে। স্থানীয় প্রশাসন ব্রহ্মপুত্রের রমনা ঘাটের উত্তর দিক থেকে শুরু করে রাজারভিটা হয়ে রুকুনুদৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অষ্টমীর স্নান ঘাট হিসেবে নির্ধারণ করেছে।[৫] অষ্টমীর স্নান উপলক্ষে ঘাট এলাকায় মেলা বসে।[৬][৭]

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান, ব্রহ্মপুত্র তীরে লাখো পুণ্যার্থীর পদচারণা"Bangla Tribune। ২০২৩-০৩-২৮। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  2. সংবাদদাতা। "অষ্টমীর স্নান বুধবার, ব্রহ্মপুত্রের তীরে পুণ্যার্থীর ঢল"Prothomalo। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  3. "চিলমারীর ব্রহ্মপুত্রে অষ্টমীর স্নান সোমবার"banglanews24.com। ২০১৪-০৪-০৬। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  4. email@hotmail.com, SparkTech। "চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন হয়েছে"amader-protidin.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  5. "চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান, ব্রহ্মপুত্র তীরে হাজারো ভক্তের ঢল"দৈনিক ইনকিলাব। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  6. ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চিলমারীতে অষ্টমীর মেলা"bdnews24। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  7. Barta, কুড়িগ্রাম বার্তা :: Kurigram। "কুড়িগ্রামে স্নানোৎসব অষ্টমীর স্নান ও মেলা উদযাপন"Kurigram Barta (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]