সার্থক জনম আমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সার্থক জনম আমার (সার্থক জনম আমার জন্মেছি এই দেশে) একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খ্রিষ্টাব্দ) রচিত। এটির স্বরলিপিকার হলেন ইন্দিরা দেবী চৌধুরাণী[১][২]

"সার্থক জনম আমার"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত১৩১২ বঙ্গাব্দ (১৯০৫ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা[সম্পাদনা]

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।

         সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥

জানি নে তোর ধনরতন,  আছে কি না রানীর মতন,

শুধু   জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন্‌ বনেতে জানি নে ফুল   গন্ধে এমন করে আকুল,

         কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলো   প্রথম আমার চোখ জুড়ালো,

         ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rabindranath Tagore - Songs - স্বদেশ - সার্থক জনম আমার (sarthak janam amar)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯ 
  2. "Song sarthak janam amar | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]