সাধু সিংহ থিন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এস সাধু সিংহ থিন্ড হলেন একজন ভারতীয় পণ্ডিত ও রাজনীতিবিদ। কাপুরথালা, পাঞ্জাবের জেলা কংগ্রেস কমিটির দীর্ঘতম সভাপতি হিসাবে সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি সুলতানপুর লোধি থেকে বিধায়ক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিধায়ক হিসাবে দায়িত্ব পালনকালে, তিনি ১৯৭৪ সালে ইংল্যান্ড থেকে ভারতে উধাম সিংয়ের অবশিষ্টাংশ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য খ্যাতি পেয়েছিলেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lal, Vinay (মে ২০০৮)। "Manas: History and Politics, British India: Udham Singh in Popular Memory"। UCLA: College of Letters and Science। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১১