সাইফুল ইসলাম (নাটোরের রাজনীতিবিদ)
অ্যাডভোকেট ADVOCATE সাইফুল ইসলাম | |
---|---|
![]() | |
রাজশাহী-১৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ সাইফুল ইসলাম আনু. ১৯৪৭ নাটোর জেলা |
মৃত্যু | ১০ মে ২০২০ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী কলেজ |
সাইফুল ইসলাম (আনু. ১৯৪৭–১০ মে ২০২০) বাংলাদেশের নাটোর জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন রাজশাহী-১৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
সাইফুল ইসলাম আনু. ১৯৪৭ সালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
সাইফুল ইসলাম নাটোর জজ কোর্টের আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি নাাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।[৩] ১৯৬০ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য, ১৯৬৩ সালে রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি ও ১৯৬৫ সালে বৃহত্তর রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।[৪]
তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন রাজশাহী-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মৃত্যু[সম্পাদনা]
সাইফুল ইসলাম ১০ মে ২০২০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ নিউজ ডেস্ক (১০ মে ২০২০)। "নাটোরের সাবেক এমপি অ্যাড. সাইফুল ইসলাম আর নেই"। সিল্কসিটি নিউজ। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ নাটোর প্রতিনিধি (১০ মে ২০২০)। "সাবেক এমপি সাইফুল ইসলাম আর নেই"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ প্রতিনিধি, বাগাতিপাড়া, নাটোর (১১ মে ২০২০)। "নাটোরের সাবেক এমপি সাইফুল ইসলামের ইন্তেকাল"। দৈনিক যুগান্তর। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।