বিষয়বস্তুতে চলুন

সন্ধ্যা আগারওয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সন্ধ্যা আগারওয়াল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সন্ধ্যা আগারওয়াল
জন্ম (1963-05-09) ৯ মে ১৯৬৩ (বয়স ৬১)
ইন্দোর, মধ্যপ্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনRight-hand bat
বোলিংয়ের ধরনRight-arm offbreak
ভূমিকাAll Rounder
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক3 February 1984 বনাম Australia
শেষ টেস্ট17 November 1995 বনাম England
ওডিআই অভিষেক23 February 1984 বনাম Australia
শেষ ওডিআই14 November 1995 বনাম England
ঘরোয়া দলের তথ্য
বছরদল
রেলওয়েজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা WTests WODI
ম্যাচ সংখ্যা ১৩ ২১
রানের সংখ্যা ১,১১০ ৫৬৭
ব্যাটিং গড় ৫০.৪৫ ৩১.০৫
১০০/৫০ ৪/৪ ০/৪
সর্বোচ্চ রান ১৯০ ৭২
বল করেছে ২৪ -
উইকেট -
বোলিং গড় ২০.০০ -
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/০ -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৪/–

সন্ধ্যা আগারওয়াল (জন্ম ৯ মে ১৯৬৩) একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়িকা। ওনার জন্ম ইন্দোরে।

১৯৮৪ থেকে ১৯৯৫ এর মধ্যে উনি ১৩ টি টেস্ট ম্যাচ খেলেন যাতে ৫০.৪৫ গড় নিয়ে ৪টি শতরান সহ ১১১০ রান করেন। বেটি স্নোবলের ১৯৩৫ সালে করা মহিলাদের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ১৮৯ রানের রেকর্ড উনি ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রান করে ভাঙ্গেন। যদিও ১৯৮৭ সালে ডেনিস অ্যানেটস ১৯৩ রান করে সেই রেকর্ড ভেঙ্গে দেন।

উনি ৩১.৫০ গড় নিয়ে ২১ টি এক দিবসিয় ম্যাচে ৫৬৭ রান করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]