সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
প্রতিষ্ঠাকাল | অক্টোবর ১৯৯৫ |
---|---|
সদরদপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
প্রধান ব্যক্তি | এনপি সিং (সিইও) রোহিত গুপ্তা রাজেশ কৌল |
আয় | ![]() |
মালিক | সনি |
কর্মীসংখ্যা | ২,০০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া হচ্ছে একটি ভারতীয় মিডিয়া কোম্পানি, যেটি সনি কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা।[১] প্রাথমিকভাবে, কর্পোরেশনটি কেবল টেলিভিশন সম্প্রচার ব্যবসা চালানোর জন্য গঠিত হয়েছিল; তবে পরবর্তীতে, এটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই গ্রুপটিতে এসপিএন প্রোডাকসনস এবং এসপিএন বিতরণকে সহায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কোম্পানিটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, সনি টেন, এএক্সএন এবং এর অন্যান্য নেটওয়ার্কগুলোর সাহায্যে ভারতে সনি-এর টেলিভিশন চ্যানেল বিভাগ পরিচালনা করে।
মালিকানাধীন চ্যানেল[সম্পাদনা]
- সনি টিভি
- সাব টিভি
- সনি পল
- এএক্সএন
- সনি আট
- সনি মারাঠি
- সনি ম্যাক্স
- সনি ম্যাক্স ২
- সনি ওয়াহ
- সনি পিক্স
- সনি মিক্স
- সনি বিবিসি আর্থ
- সনি ইয়াই
- সনি সিক্স
- সনি টেন ১
- সনি টেন ২
- সনি টেন ৩
- সনি ইএসপিএন
ওটিটি প্ল্যাটফর্ম[সম্পাদনা]
প্রাক্তন চ্যানেল[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Overview"। Sony Pictures Networks India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।