সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত | |
---|---|
জন্ম | কলকাতা, ব্রিটিশ ভারত | ১১ ফেব্রুয়ারি ১৮৮২
মৃত্যু | ২৫ জুন ১৯২২ | (বয়স ৪০)
ছদ্মনাম | নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর |
পেশা | কবি |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
সময়কাল | বাংলা সাহিত্যের তত্ত্ববোধিনী যুগ |
উল্লেখযোগ্য রচনাবলি | ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২) |
সত্যেন্দ্রনাথ দত্ত (১১ ফেব্রুয়ারি ১৮৮২ – ২৫ জুন ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্র যুগের খ্যাতনামা "ছন্দরাজ" কবি। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'ছন্দের যাদুকর' নামে আখ্যায়িত করেন। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি- বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি সিদ্ধহস্তের অধিকারী ছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে৷ তাঁর পৈতৃক নিবাস বর্ধমান এর চুপী গ্রামে৷ পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী, মাতা মহামায়া দেবী৷ পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক৷ সত্যেন্দ্রনাথের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদকর্মও করেছেন৷ সত্যেন্দ্রনাথ কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স (১৮৯৯) এবং জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে এফএ (১৯০১) পাস করেন৷ কিন্তু পরে বিএ পরীক্ষায় অকৃতকার্য হন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]কাব্যচর্চায় আত্মনিয়োগ করার আগে সত্যেন্দ্রনাথ দত্ত পিতার ব্যবসায় যোগ দিয়েছিলেন৷ তিনি ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম কবি৷ প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন৷ পরে রবীন্দ্র অনুসারী হলেও তিনি স্বতন্ত্র হয়ে ওঠেন৷ বাংলা শব্দের সঙ্গে আরবি-ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তাঁরই৷ অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বের কাব্যসাহিত্যের সঙ্গে বাংলার যোগাযোগ ঘটান৷ নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর প্রভৃতি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন৷ দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্যচেতনা, শক্তিসাধনা প্রভৃতি তাঁর কবিতার বিষয়বস্তু৷ ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়৷ তাঁর অপর কৃতিত্ব বিদেশী কবিতার সফল অনুবাদ৷ আরবি-ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি এবং ফরাসি ভাষার বহু কবিতা অনুবাদ করে বাংলাসাহিত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেন৷ মেথরদের মতো অস্পৃশ্য ও অবহেলিত সাধারণ মানুষ নিয়েও তিনি কবিতা লিখেছেন৷[২] কবিতায় ছন্দের সমৃদ্ধতার জন্য তিনি ছন্দের রাজা ও ছন্দের যাদুকর বলে খ্যাত।
দেহাবসান
[সম্পাদনা]মাত্র চল্লিশ বছর বয়সে ১৯২২ সালের ২৫ জুন তারিখে কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোকগমন করেন৷[৩] সত্যেন্দ্রনাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখেছিলেন—
“ তুমি বঙ্গভারতীর তন্ত্রী-‘পরে একটি অপূর্ব তন্ত্র এসেছিলে পরাবার তরে এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এ এক ঐতিহাসিক সত্য।”
সাহিত্যকর্ম
[সম্পাদনা]কাব্যগ্রন্থ
[সম্পাদনা]- সবিতা (১৯০০)
- সন্ধিক্ষণ (১৯০৫)
- বেণু ও বীণা (১৯০৬)[৪]
- হোমশিখা (১৯০৭)
- ফুলের ফসল (১৯১১)
- কুহু ও কেকা (১৯১২)[৫]
- তুলির লিখন (১৯১৪)
- মনিমঞ্জুষা (১৯১৫)
- অভ্র-আবীর (১৯১৬)
- হসন্তিকা (১৯১৭)
- বেলা শেষের গান (১৯২৩)
- বিদায় আরতি (১৯২৪)
অনুবাদ
[সম্পাদনা]- তীর্থ সলীল (১৯০৮)
- তীর্থ রেণু (১৯১০)
- ফুলের ফসল (১৯১১)[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সত্যেন্দ্রনাথ দত্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে দৈনিক আমারদেশ
- ↑ এই দিনে: কবি সত্যেন্দ্রনাথ দত্ত দৈনিক সকালের খবর
- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৩৯২।
- ↑ বেণু ও বীণা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ই-বাংলাসাহিত্য ডট কম
- ↑ কুহু ও কেকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ই-বাংলাসাহিত্য ডট কম
- ↑ http://bengali.evergreenbangla.com/623[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- বাঙালি কবি
- বাঙালি ছড়াকার
- ১৮৮২-এ জন্ম
- ১৯২২-এ মৃত্যু
- কলকাতার ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাঙালি কবি
- পূর্ব বর্ধমান জেলার ব্যক্তি
- স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ১৯শ শতাব্দীর বাঙালি কবি
- বাঙালি লেখক
- কলকাতার লেখক
- ১৯শ শতাব্দীর বাঙালি
- ২০শ শতাব্দীর বাঙালি
- বাঙালি হিন্দু
- বাংলা ভাষার কবি
- বাংলা ভাষার লেখক
- বাঙালি পুরুষ কবি
- ব্রাহ্ম
- বাংলা অনুবাদক
- ভারতীয় অনুবাদক
- ভারতীয় কবি
- ভারতীয় পুরুষ লেখক
- ভারতীয় পুরুষ কবি
- পশ্চিমবঙ্গের কবি
- পশ্চিমবঙ্গের ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় অনুবাদক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ১৯শ শতাব্দীর ভারতীয় লেখক
- ২০শ শতাব্দীর ভারতীয় কবি
- ১৯শ শতাব্দীর ভারতীয় কবি