সঞ্জীব কুমার সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সঞ্জীব কুমার সিং ঝাড়খণ্ডের একজন ভারতীয় তীরন্দাজ কোচ। তিনি টাটা ফুটবল একাডেমি অ্যান্ড স্পোর্টস, টাটা স্টিলের প্রধান। তিনি ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারের প্রাপক।

শিক্ষা এবং কর্মজীবন[সম্পাদনা]

সঞ্জীব বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা, রাঁচি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই ডিগ্রি এবং এক্সএলআরআই, জামশেদপুর থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিপ্লোমা লাভ করেন। [১] একজন অপেশাদার তীরন্দাজ হিসাবে শুরু করে, সঞ্জীব সিং বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সভায় ভারতের জন্য অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তার কৃতিত্বের তালিকায় রয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১টি ব্রোঞ্জ, ফেডারেশন কাপ ইন্টারন্যাশনাল মিটে ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ। ভারতীয় তীরন্দাজ দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তার দক্ষ নির্দেশনায়, ভারতে দ্বিতীয় দক্ষিণ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে দলটি ১২টি স্বর্ণ ও ১০টি রৌপ্য পদক জিতেছে। সঞ্জীবা টাটা হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।

পুরস্কার[সম্পাদনা]

১৯৯২ সালে, সঞ্জীব ভারতীয় তীরন্দাজে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কার পান।[২] তিনি ২০০৭ সালে দ্রোণাচার্য পুরস্কার [৩] [৪] পেয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Honour for mentor of archers - Sanjeeva singh to get Dronacharya award on August 29"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৯ 
  2. "Sanjeeva Singh: A Higher Aim | Tata group"www.tata.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৯ 
  3. "List of Past Dronacharya Award Recipients"Government of India। ২০০৯-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-২২ 
  4. "Sanjeeva Singh from Tata Steel receives the Dronacharya Award from The President of India, currently working with NDPL a tata power co. in Delhi"Tata Steel। ২০০৮-০৮-২৯। ২০১০-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-২২