সংকর (জীববিজ্ঞান)
(সঙ্কর (জীববিজ্ঞান) থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
জীববিজ্ঞানের ভাষায়, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির সংকর (হাইব্রিড বা ক্রসব্রিড) বলে। সঙ্কর জীব তাদের নিজস্ব গুণাবলির অধিকারী হতে পারে। সঙ্করায়ণের জন্য বংশানুবিজ্ঞানের দৃষ্টিতে, জীবের ক্রোমজোম সংখ্যা এবং নিজেদের মধ্যকার কতটুকু মিল রয়েছে প্রাধান্য পায়।
বুৎপত্তিগত অর্থ[সম্পাদনা]
ইংরেজি হাইব্রিড শব্দটি এসেছে ল্যাতিন হাইব্রিডা শব্দ থেকে। যদিও উনিশ শতকের দিকে ইংরেজি ভাষায় হাইব্রিড শব্দটি জনপ্রিয়তা পেতে থাকে, ১৭ শতকের শুরুর দিকেও এই শব্দের ব্যবহার দেখতে পাওয়া যায়।[১] সাধারণত ইংরেজি ভাষায়, দুইটি শব্দের যুগ্ন্মিলন ঘটিয়ে সঙ্কর জীবের নামকরণ করা হয়। উদাহরণস্বরূপঃ ইংরেজিতে টাইগার ও লায়নের যুগ্নমিলন ঘটয়ে সঙ্ক্র জীব লাইগার নামকরণ করা হয়েছে।[২]
প্রকৃতি[সম্পাদনা]
সংকর জীব সর্বদা হেটারোজাইগাস প্রকৃতির