শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
প্রদানের কারণ | ভারতীয় চলচ্চিত্রে শিশু শিল্পীদের অবদানের জন্য |
পৃষ্ঠপোষক | চলচ্চিত্র উৎসব অধিদপ্তর |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ |
পুরস্কার |
|
প্রথম পুরস্কৃত | ১৯৭০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
সাম্প্রতিক বিজয়ী | শ্রীপথ |
সারাংশ | |
মোট পুরস্কৃত | ৮০ |
প্রথম বিজয়ী | বেবি রানি |
ওয়েবসাইট | dff |
শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিষ্ঠিত সংস্থা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রদত্ত কয়েকটি পুরস্কারের মধ্যে একটি এবং এই পুরস্কারের বিজয়ীদের 'রজত কমল' দিয়ে ভূষিত করা হয়।
পুরস্কারটি ১৯৬৮ সালে ১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথম প্রদান করা হয় এবং সারা দেশে মুক্তিপ্রাপ্ত সমস্ত ভারতীয় ভাষায় নির্মিত চলচ্চিত্রসমূহের জন্য প্রতি বছর প্রদান করা হয়। যেসব অভিনয়শিল্পী এই পুরস্কার জিতেছেন তারা এগারোটি প্রধান ভাষায় কাজ করেছেন। হিন্দি (২৪ পুরস্কার), তামিল (১৩ পুরস্কার), মালায়ালাম (১৪ পুরস্কার), মারাঠি (৯ পুরস্কার), কন্নড় (৭ পুরস্কার), বাংলা (৬ পুরস্কার), তেলুগু (৩ পুরস্কার), মেইতি (১ পুরস্কার), কোঙ্কনি (১ পুরস্কার), অসমীয়া (১ পুরস্কার), ওড়িয়া (১ পুরস্কার)।
বিজয়ীগণ
[সম্পাদনা]সেই বছরের জন্য যৌথ পুরস্কার নির্দেশ করে |
পুরস্কারের মধ্যে রয়েছে 'রজত কমল' ও নগদ পুরস্কার। বছর অনুযায়ী পুরস্কার বিজয়ীগণের তালিকা নিচে দেওয়া হল: