বিষয়বস্তুতে চলুন

শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা
এক্সপ্রেস ট্রেনযাত্রীবাহী ট্রেন স্টেশন
অবস্থানকাটরা, রিয়াসি জেলা, জম্মু ও কাশ্মীর
ভারত
স্থানাঙ্ক৩২°৫৮′৫৬″ উত্তর ৭৪°৫৬′০৭″ পূর্ব / ৩২.৯৮২২২° উত্তর ৭৪.৯৩৫২৮° পূর্ব / 32.98222; 74.93528
উচ্চতা৮১৩.৭০৭ মি (২,৬৭০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর রেল
লাইনজম্মু–বারামুলা রেলপথ
প্ল্যাটফর্ম
নির্মাণ
পার্কিংহ্যাঁ
প্রতিবন্ধী প্রবেশাধিকারHandicapped/disabled access[তথ্যসূত্র প্রয়োজন]
অন্য তথ্য
অবস্থাকার্যকরী
স্টেশন কোডএসভিডিকে
অঞ্চল উত্তর রেল
বিভাগ ফিরোজপুর
ইতিহাস
চালু৪ জুলাই ২০১৪; ১০ বছর আগে (2014-07-04)
বৈদ্যুতীকরণ২৫ কেভি এসি, ৫০ হার্জ ওএইচএলই
অবস্থান
কাটরা ভারত-এ অবস্থিত
কাটরা
কাটরা
ভারতে অবস্থান
কাটরা জম্মু ও কাশ্মীর-এ অবস্থিত
কাটরা
কাটরা
ভারতে অবস্থান

শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশন (স্টেশন কোড: এসভিডিকে) হল ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জম্মু-উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগের একটি রেল স্টেশন। এটি জম্মু ও কাশ্মীরে উত্তর রেলওয়ে অঞ্চলের ফিরোজপুর বিভাগের অন্তর্গত। এই স্টেশনটি কাটরা শহর ও শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের জন্য রেল পরিষেবা পরিবেশন করে।

ইতিহাস

[সম্পাদনা]

মহারানা রানা প্রতাপ সিং সর্বপ্রথম ১৮৯৮ সালে জম্মুকে শ্রীনগরের সাথে সংযুক্ত করার জন্য অনুসন্ধান করেন। কিন্তু এটি সমন্বয়হীনতা ও অন্যান্য কারণে বন্ধ হয়ে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

জম্মু দিক থেকে উধমপুর রেল স্টেশন এবং শ্রীনগর দিক থেকে বনিহাল রেলওয়ে স্টেশন পর্যন্ত জম্মু উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে সংযোগ ২০০৫ সালের এপ্রিল মাসে সম্পন্ন হয়। পীরপাঞ্জাল রেলওয়ে সুড়ঙ্গ সম্পন্ন হয় এবং ২০১২ সালে পরীক্ষা চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ৪ জুলাই সকাল ১০:০০ টায় রেল সংযোগের উদ্বোধন করেন। এই অর্থ এই যে কাটরা বর্তমানে জম্মু -বারামুল্লা রেলপথের দক্ষিণাংশের উত্তর প্রান্তের টার্মিনাস এবং পাশাপাশি ভারতীয় রেলের প্রবেশযোগ্য উত্তরতম স্থান। [] [] [] []

স্টেশনে ১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র ২০১৫ সালের মার্চ মাসে চালু করা হয়। []

যাত্রীদের আরাম ও সুযোগ-সুবিধা

[সম্পাদনা]

কাটরা রেলওয়ে স্টেশনের নিচতলায় এসকেলেটর, লিফট, বর্তমান রিজার্ভেশন, দ্বিতীয় শ্রেণীর বুকিং, ট্রেন অনুসন্ধান বিভাগ, তীর্থযাত্রী নির্দেশিকা, পর্যটক সহায়তা, ভিআইপি লাউঞ্জ, শপিং লাউঞ্জ সহ একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল, বহুবিধ-খাবারের রেস্তোরাঁ, ক্লক রুম, ওয়েটিং হল, একটি বইয়ের স্টল, চায়ের দোকান, টয়লেট ব্লক ও ক্যাটারিং এরিয়া রয়েছে। প্রথম তলায় আটটি অবসর কক্ষ এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। [] গাড়ি ও যাত্রীবাহী বাসের জন্য একটি বিশাল পার্কিং কেন্দ্র তৈরি করা হয়েছে।

এটি একটি আধুনিক রেল স্টেশন। কাটরা রেলওয়ে স্টেশন আধুনিক সুবিধায় সজ্জিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PM to visit J&K on Feb 2"। Kashmir Times। ২৩ জানুয়ারি ২০১৪। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১ 
  2. "SPG reviews arrangements for PM's visit to open track"। Daily Excelsior। ২৪ জানুয়ারি ২০১৪। 
  3. "PM to inaugurate Udhampur-Katra railway track on Feb 2"। Early Times। ২৩ জানুয়ারি ২০১৪। 
  4. "PM to inaugurate Katra railway station on July 4"। ২৯ জুন ২০১৪। 
  5. "Katra solar project to save Rs 1 crore energy bill for Railways"The Economic Times। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭ 
  6. "Katra railway station to be commissioned by March"। Business Standard। ২৭ নভেম্বর ২০১২।