শ্রিয়াঙ্কা সদাঙ্গী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রিয়াঙ্কা সদাঙ্গী
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1995-01-10) ১০ জানুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
সম্বলপুর, ওড়িশা
উচ্চতা১.৭২ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
ওজন৬০ কেজি (১৩২ পা)
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াশ্যুটিং
বিভাগ৫০ মি রাইফেল ৩ অবস্থান, ৫০ মি রাইফেল প্রোন এবং ১০ মি এয়ার রাইফেল

শ্রিয়াঙ্কা সদাঙ্গী (জন্ম ১৯৯৫) হলেন একজন ভারতীয় শ্যুটার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথাক্রমে তাঁর রাজ্য এবং ভারতের প্রতিনিধিত্ব করেছেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শ্রিয়াঙ্কা ১৯৯৫ সালে সম্বলপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে সুধা সদাঙ্গী এবং শিতাংসু সদাঙ্গী। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন, তাই তিনি বড় হওয়ার সময় বাবার চাকরিসূত্রে ভারতের অনেক শহরে ঘুরেছেন।[১]

শিক্ষা[সম্পাদনা]

শ্রিয়াঙ্কা বসন্ত কুঞ্জেদিল্লি পাবলিক স্কুলে তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেন। তিনি পুনের গগন নারাং একাডেমিতে প্রশিক্ষণ ও অনুশীলন করেন।[৩] তিনি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে বৃত্তিও পেয়েছিলেন।[১] তিনি কেআইআইটি স্কুল অফ ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রামে যোগদান করেছিলেন, কেআইআইটি জুলাই ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হয়েছিল এবং বর্তমানে তিনি সেখানে পড়াশুনা করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

ক্রীড়া জীবন[সম্পাদনা]

২০১০ সালে, শ্রিয়াঙ্কা জার্মানিতে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।

২০১১ সালের অক্টোবর মাসে, কুয়েতে আয়োজিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে, শ্রিয়াঙ্কা একটি স্বর্ণপদক জিতেছিলেন। একই বছরের নভেম্বরে, তিনি ৫৫তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপের স্বতন্ত্র ইভেন্টে একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

২০১২ সালের জানুয়ারী মাসে, শ্রিয়াঙ্কা দোহায় অনুষ্ঠিত ১২তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল মহিলা বিভাগে রৌপ্য পদক অর্জন করেন। দোহাতে চ্যাম্পিয়নশিপে তিনি ৪০০-এর মধ্যে ৩৯৪ পয়েন্ট স্কোর করেছিলেন। এই কৃতিত্ব তাঁকে ভারতের ওড়িশা রাজ্যের সবচেয়ে সফল শ্যুটারে পরিণত করেছে।[১]

সেই বছরের সিনিয়র বিভাগে শ্রিয়াঙ্কার প্রথম কৃতিত্ব ছিল চীনের নানচাং শহরে ৫ম এশিয়ান সিনিয়র এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক। এটি ছিল একটি ১০-মিটার এয়ার রাইফেল ইভেন্ট।[৩]

২০১৪ সালে, শ্রিয়াঙ্কা স্পেনের গ্রানাডায় ৫১তম আইএসএসএফ ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে নির্বাচিত হয়েছিলেন।[৪]

২০১৫ সালে, শ্রিয়াঙ্কা কুয়েতে ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র মহিলা ইভেন্টে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছিলেন।[৫]

২০১৬ সালে, তিনি ইরানের তেহরানে ৯ম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে, ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং ইভেন্টে রৌপ্য জিতেছিলেন। এটি ছিল চ্যাম্পিয়নশিপে পঞ্চম অবস্থান।[৬]

২০১৮ সালে, আন্তর্জাতিক শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানির শার্লিন বেনিশের সাথে একটি হাড্ডাহাড্ডি ম্যাচের পর শ্যুটঅফে গিয়ে শ্রিয়াঙ্কা মহিলাদের এয়ার রাইফেলে সোনা পেতে ব্যর্থ হন।[৭]

পুরস্কার[সম্পাদনা]

শ্রিয়াঙ্কা বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক জিতেছেন। এ ছাড়াও তাঁর কাছে অনেক জাতীয় পদক আছে।[২]

২০১৪ সালে, তাঁর কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাঁকে একলব্য পুরস্কারে ভূষিত করা হয়েছিল, এটি ওড়িশার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার।[৪][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Odia shooter makes India proud - Sriyanka Sarangi bags silver medal in 10m air rifle event in Doha" 
  2. "Dutee Chand & 9 Other Women Athletes From Odisha Who're Making The State Proud!"Mycitylinks- Bhubaneswar | Cuttack | Puri (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৬ 
  3. "Odia shooter bags silver in Asian Sr Airgun Shooting C'ship | OTV"odishatv.in (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৬ 
  4. Bureau, Odisha Sun Times। "Odisha shooter Shriyanka in national team for World Shooting Championship | OdishaSunTimes.com"odishasuntimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৬ 
  5. "Odia Shooter Shriyanka Sarangi wins Silver in Asian Shooting Championship in Kuwait - Bhubaneswar Buzz"Bhubaneswar Buzz (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৬ 
  6. "Odia Shooter Shriyanka Sarangi Wins Silver In Asian Airgun Championship" 
  7. Bureau, Sports (২০১৮-০৫-১২)। "Shriyanka loses shootoff"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৬