শ্যাম্পু

শ্যাম্পু হচ্ছে চুলের যত্নে ব্যবহৃত একটি পণ্য। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে। অর্থাৎ শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে এবং তৈরি হতে বাধা দেয়, কারণ এসকল পদার্থ চুলের ক্ষতি করে এবং সেই সাথে চুল সামলাতে সমস্যার সৃষ্টি করে।
শ্যাম্পু করার পরবর্তীকালে প্রায় সময়ই যা ব্যবহার করা হয়, তা হচ্ছে কন্ডিশনার, যা চুল আচড়ানো, ও চুলের স্টাইল করার সময় চুলকে নমনীয় হতে সাহায্য করে। শ্যাম্পু করার পর চুলে যে রুক্ষতার সৃষ্টি হয়, কন্ডিশনার তা কাটিয়ে চুলকে আরো নরম করে।
ইতিহাস
[সম্পাদনা]প্রাচীন ভারতে শ্যাম্পু জাতীয় দ্রব্য চুলে ব্যবহার করা হতো ।দক্ষিণ এশিয়ায়, প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরণের ভেষজ এবং তাদের নির্যাস শ্যাম্পু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শ্যাম্পুর প্রথম উৎপত্তি সিন্ধু সভ্যতা থেকে। [১][২]
শুকনো ভারতীয় আমলকী এবং অন্যান্য ভেষজ উদ্ভিদের সাথে স্যাপিন্ডাস সিদ্ধ করে, ছেঁকে নেওয়া নির্যাস ব্যবহার করে শ্যাম্পু তৈরি করা হত। ভারতে সাপিন্ডাস, যা রিটা (সাপিন্ডাস মুকোরোসি) নামেও পরিচিত, ( প্রাচীন ভারতীয় গ্রন্থে ক্ষুণ্ণ বলা হয়) [৩] এর ফলে স্যাপোনিন থাকে যা একটি প্রাকৃতিক সার্ফ্যাক্ট্যান্ট। রিঠার নির্যাস একটি ফেনা তৈরি করে যা ভারতীয় গ্রন্থে ফেনাক নামে পরিচিত।এটি চুলকে নরম, চকচকে করে তোলে।[৪] চুল পরিষ্কারের জন্য ব্যবহৃত অন্যান্য পণ্যগুলির মধ্যে রয়েছে শিকাকাই (বাবলা কনসিনা), হিবিস্কাস ফুল/জবা ,রিঠা (সাপিন্ডাস মুকোরোসি) এবং আরাপ্পু (আলবিজ্জিয়া আমারা)।আমলকী, ক্ষুণ ও বিবিধ বীরুৎ জাতীয় উদ্ভিদ থেকে তা প্রস্তুত করা হতো। খ্রিশ্টপূর্ব চারের দশকে গ্রিক ইতিহাসবিদ স্ত্রাবো ভারতের শ্যাম্পু করার রীতির কথা উল্লেখ করে গেছেন ৷ তখন আয়ুর্বেদ মেনে চুলের যত্ন নেওয়া হত ৷[৫]
প্রাচীন মেসোপটেমীয় ট্যাবলেটগুলি স্ক্যাল্পের চিকিত্সার জন্য ঔষধযুক্ত শ্যাম্পুর ব্যবহার নথিভুক্ত করে[৬] ১৭৬২ সালের দিকে,[৭] হিন্দি শব্দ চাম্পু (चाँपो) থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে।[৮] শব্দটি সংস্কৃত ভাষার "চপ্" ধাতু থেকে উৎপন্ন । হিন্দি শব্দটির দ্বারা তেল বা তৈলাক্ত কোনো বস্তুর দ্বারা মাথা ম্যাসেজ করাকে বোঝানো হতো। এ ধরনের শব্দের প্রচলন উত্তর ভারতের বিভিন্ন ভাষাতেও প্রচলিত ছিলো। এই শব্দটি এবং মাথা ম্যাসেজের এই পদ্ধতিটি সর্বপ্রথম ব্রিটেনে পরিচয় করিয়ে দেন বাঙালি উদ্যোক্তা শেখ দীন মুহাম্মদ।[৯] ১৮০০ দশকের শুরুর দিকে দ্বীন মোহাম্মদই স্টিম বাথের প্রচলন ঘটান। পরবর্তীতে তিনি তার আইরিশ স্ত্রীকে সঙ্গে নিয়ে একসাথে লন্ডনে "মোহাম্মদ'স স্টিম অ্যান্ড ভ্যাপোর সি ওয়াটার মেডিকেটেড বাথস" নামে ইংল্যান্ডের ব্রাইটনে একটি পার্লার খোলেন। সেখানে গ্রাহকরা টার্কিশ বাথের মতো গোসলের সুবিধা ও চুলের যত্নে ভারতীয় চাম্পি (শ্যাম্পুয়িং) পদ্ধতি গ্রহণ করতেন। সেসময় এক প্রকার থেরাপিমূলক ম্যাসেজ হিসেবে চাম্পি ব্যবহৃত হতো। দ্বীন মোহাম্মদ রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের 'শ্যাম্পু সার্জন' হিসেবেও নিয়োগ পেয়েছিলেন।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bahadur, Bir; Krishnamurthy, K.V; Pullaiah, T (১১ মার্চ ২০২১)। Ethnobotany of India। Apple Academic Press। পৃ. ৭০। আইএসবিএন ৯৭৮১৩৫১৭৩৭৬৬১।
- ↑ Kara, Bennie (২০২৪)। The Diverse Curriculum। Sage Publication। আইএসবিএন ৯৭৮১৫২৯৭৮৩৬৭৪।
- ↑ kSuNa ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৬-০৭ তারিখে, Sanskrit Lexicon, Monier-Williams Dictionary (1872)
- ↑ "UK-US নয়, শ্যাম্পু আবিষ্কার হয়েছে ভারতেই! জানতেন?"। aajtak bangla.। ১১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "কয়েকশো বছর আগেই ভারতের মাটিতে জন্ম নিয়েছিল শ্যাম্পুর ধারণা - শ্যাম্পু শব্দের উৎপত্তি"। ১১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Scurlock, JoAnn (২০১৪)। Sourcebook for Ancient Mesopotamian Medicine। Society of Biblical Literature। পৃ. ৪২৯–৪৩০। ডিওআই:10.2307/j.ctt1287mwm.14। আইএসবিএন ৯৭৮-১-৫৮৯৮৩-৯৭০-০। জেস্টোর j.ctt1287mwm।
- ↑ Douglas Harper (২০০১)। "Online Etymology Dictionary"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০০৭।
- ↑ chāmpo (चाँपो tʃãːpoː) is the imperative of chāmpnā (चाँपना [tʃãːpnaː]), "to smear, knead the muscles, massage"
- ↑ https://www.thewall.in/magazine/magazine-feature-how-india-gave-shampoo-to-the-world/tid/28838
- ↑ pp. 148–174, The travels of Dean Mahomet: an eighteenth-Century journey through India, Sake Deen Mahomet and Michael Herbert Fisher, University of California Press, 1997, আইএসবিএন ০-৫২০-২০৭১৭-৩