শেখ জাওয়াদ আল-সাদিক মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ জাওয়াদ আল-সাদিক মসজিদ
অবস্থান
অবস্থানতাল আফার, ইরাক
স্থাপত্য
ধরনমসজিদ
ধ্বংস২০১৪

শেখ জাওয়াদ আল-সাদিক মসজিদ বা ইমামবাড়া মোল্লা মাহমুদ মসজিদ ইরানের তাল আফারে অবস্থিত সাদ ইবনে আকীল মাজার সংলগ্ন একটি ইমামবাড়া-মসজিদ কমপ্লেক্স ছিল। নবম ইসনা আশারিয়া ইমাম, মুহাম্মদ আল-জাওয়াদ এবং একজন শেখ, মাহমুদ আল-বারজানজির নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদের পিছনে একটি ছোট কবরস্থানও রয়েছে।

ঘটনা[সম্পাদনা]

২০০৮ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে, জুমার নামাজের পরে দু'জন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে হামলা চালায়। এই হামলায় ১৭ জন আহত হয়েছিল।[১]

২০১৪ সালে, আইএসআইএলের নিনাওয়া প্রদেশের শিয়া ও সুফি স্থানগুলো ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে, বিস্ফোরক দিয়ে এই মসজিদটি ভেঙে ফেলা হয়। তারা বিস্ফোরক যন্ত্রগুলোকে মিনারে ছড়িয়ে দিয়েছিল। আইএসআইএল দাবি করে যে এই ভবনে হোসাইন ইবনে আলীর "উপাসনা" করা হতো।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Four killed in Iraq mosque attack" (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ 
  2. Hafiz, Yasmine (২০১৪-০৭-০৭)। "ISIS Destroys Shiite Mosques And Shrines In Iraq, Dangerously Fracturing Country (PHOTOS)"Huffington Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫