বিষয়বস্তুতে চলুন

শিসতফ মাওজিনস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিসতফ মাওজিনস্কি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-05-23) ২৩ মে ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান ক্রাকুভ, পোল্যান্ড
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লেগিয়া ওয়ারশ
জার্সি নম্বর ৩১
যুব পর্যায়
0000–২০০৬ উইসলা ক্রাকুভ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৭ উইসলা ২ ক্রাকুভ
২০০৭–২০১১ উইসলা ক্রাকুভ 8 (0)
২০০৯এলকেএস উজ (ধার) ১৩ (১)
২০১০–২০১১এলকেএস উজ (ধার) ৩০ (৩)
২০১১–২০১৪ গোরনিক জাব্জে ৭৩ (২)
২০১৪–২০১৫ গুইঝু রেনহে ৩৬ (৪)
২০১৫–২০১৭ গুইঝু রেনহে ৫৫ (৩)
২০১৭– লেগিয়া ওয়ারশ ১৮ (১)
জাতীয় দল
২০১৩– পোল্যান্ড ৩১ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

শিসতফ মাওজিনস্কি (জন্ম: ২৩ মে ১৯৮৭) হলেন একজন পোলিশ ফুটবলার, যিনি একস্ত্রাক্লাসায় লেগিয়া ওয়ারশ এবং পোল্যান্ড জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যারিয়ার

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]

তিনি উইসলা ক্রাকুভ ক্লাবের একজন শাগরেদ ছিলেন। তিনি একস্ত্রাক্লাসা কাপে গোরনিক জাব্জে বিরুদ্ধে ২০০৭ সালের ২৮ নভেম্বর তারিখে উইসলার হয়ে প্রথম গোল করেন। মাওজিনস্কি ২০০৭ সালের ২রা ডিসেম্বর তারিখে গোরনিক জাব্জের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে একস্ত্রাক্লাসায় অভিষেক করেন।

২০১১ সালের আগস্ট মাসে, তিনি ২ বছর চুক্তিতে গোরনিক জাব্জেতে যোগদান করেন।[] ২০১৪ সালে ৮ই জানুয়ারি তারিখে, তিনি গুইঝু রেনহের সাথে চুক্তিবদ্ধ হন।[] ২০১৭ সালের ৭ই জুলাই তারিখে, তিনি লেগিয়া ওয়ারশর সাথে চুতি স্বাক্ষর করেন।[]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

২০১৩ সালের ১৫ই নভেম্বর তারিখে, তিনি পোল্যান্ডের হয়ে স্লোভাকিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অভিষেক করেন। তিনি উক্ত ম্যাচের ৭৬ মিনিটে তমাস ইয়দয়ভিয়েচের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন।[]

২০১৪ সালের ১৪ই অক্টোবর তারিখে, ২০১৬ উয়েফা ইউরোর বাছাইপর্বের এক ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mączyński na dwa lata w Górniku 5.08.2011, wp.pl
  2. "Krzysztof Mączyński przechodzi z Górnika Zabrze do Kuejczou Rehne"Interia। ৮ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৪ 
  3. "Krzysztof Mączyński piłkarzem Legii" (Polish ভাষায়)। 90minut। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭ 
  4. "Nowy trener, stara bida"90minut.pl। ১৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:লেগিয়া ওয়ারশ দল টেমপ্লেট:পোল্যান্ড দল ২০১৬ উয়েফা ইউরো