শিবদাস ভাদুড়ী
শিবদাস ভাদুড়ী | |
---|---|
জন্ম | ৬ নভেম্বর ১৮৮৭ |
মৃত্যু | ২৬ ফেব্রুয়ারি ১৯৩২ | (বয়স ৪৪)
শিবদাস ভাদুড়ী (৬ নভেম্বর ১৮৮৭ — ২৬ ফেব্রুয়ারি, ১৯৩২) ছিলেন একজন বাঙালী ফুটবলার। ১৯১১ সালে মোহনবাগান ফুটবল দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি।[১]
অবদান
[সম্পাদনা]শিবদাস ভাদুড়ী ও তার ভাই বিজয়দাস ভাদুড়ী ছিলেন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের ফরিদপুর জেলার মানুষ। ১৯০৫ সালে মোহনবাগানে যোগ দেন তিনি। দল তার অধিনায়কত্বে মিলিটারি মেডিকাল, ওয়াই এম সি এ , চৌরঙ্গী মেজারারস দলকে হারায়। লেফট আউট পজিশনে খেলতেন তিনি। ১৯১১ সালে আই এফ এ শিল্ড বিজয় ভারতীয় ফূটবলের ইতিহাসের গৌরবময় দিন।[২] তিনি এই দলের প্রধান ছিলেন। ফর্সা দীর্ঘকায় চেহারার শিবদাসকে সে সময় ফুটবলের জাদুকর বলা হত। তিনি পশুচিকিতসক হিসাবে কলকাতার ভেটারিনারি কলেজের সাথে যুক্ত ছিলেন। ১৯৩২ সালের ২৬ ফেব্রুয়ারি পুরিতে তীর্থ করতে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা শিবদাস।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাঙালিদের ফুটবল দলের সেই ঐতিহাসিক জয়"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভারতীয় ফুটবলের পরিচয় মোহনবাগানের 'অমর একাদশ', স্বীকৃতি দিল ফিফাও"। TheWall (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-১০T১৯:০২:১০+০৫:৩০। ২০২০-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2020-04-15। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "Shibdas Bhaduri"। Mohun Bagan Athletic Club (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫।