শাহ রফিকুল বারী চৌধুরী
শাহ রফিকুল বারী চৌধুরী | |
|---|---|
| শেরপুর-১ আসনের সাংসদ | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | নজরুল ইসলাম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | শেরপুর জেলা |
| রাজনৈতিক দল | জেপি মঞ্জু জাতীয় পার্টি (এরশাদ) |
শাহ রফিকুল বারী চৌধুরী বাংলাদেশের শেরপুর জেলার রাজনীতিবিদ ও শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩][৪]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]শাহ রফিকুল বারী চৌধুরী শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। কামারেরচর এর বিখ্যাত চৌধুরী বাড়ির সন্তান তিনি। পিতার নাম মরহুম আলহাজ্ব ক্যাপ্টেন (অব:) আব্দুর রহিম চৌধুরী ( সুরুজ চৌধুরী)।
১৫ আগস্ট, ২০২৫ সালে ৭৮ বছর বয়সে মি. চৌধুরী মৃত্যুবরন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]শাহ রফিকুল বারী চৌধুরী ১৯৯৬ সাল থেকে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এর আগে তিনি এরশাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পরপর তিনবার এরশাদের জাতীয় পার্টির মনোনয়নে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩][৪] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- 1 2 "রফিকুল বারী চৌধুরী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)