শাহ আব্দুর রহিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহ আব্দুর রহিম (১৬৪৪-১৭১৯) (হিন্দি: शाह अब्दुर्रहीम) ছিলেন একজন ইসলামি পণ্ডিত[১] ও লেখক। তিনি ইসলামি আইনের (ফিকহ) বিশাল গ্রন্থ ফতোয়ায়ে আলমগিরি সংকলনে সহায়তা করেছিলেন। তিনি মুসলিম দার্শনিক শাহ ওয়ালিউল্লাহ দেহলভির পিতা ছিলেন। তিনি দিল্লির শ্রদ্ধেয় সুফির খাজা বাকি বিল্লাহ-এর পুত্র খাজা খুর্দ-এর শিষ্য হন। তিনি দিল্লিতে একটি ধর্মতাত্ত্বিক বিদ্যালয় মাদরাসা রাহিমিয়া প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে মুসলিম ভারতের ধর্মীয় মুক্তিতে ভূমিকা পালন করে এবং শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজের মতো ধর্মীয় সংস্কারক এবং মুজাহিদিনদের প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে।[২][৩]

অবদান[সম্পাদনা]

শাহ আব্দুর রহিম ছিলেন একজন সুফি এবং হানাফি পণ্ডিত। তিনি ইসলামি আইন সংকলনে অবদান রেখেছেন। তিনি মাদরাসা রাহিমিয়া নামক একটি ধর্মতাত্ত্বিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, যা তিনি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন। প্রতিষ্ঠানটি মুসলিম ভারতের ধর্মীয় মুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠে, কারণ এটি পরবর্তী ধর্মীয় সংস্কারকদের একটি সূচনা বিন্দু হিসেবে কাজ করেছিল।[৪]

রচনাবলী[সম্পাদনা]

তিনি তৎকালীন ঐতিহ্যবাহী শিক্ষার নেতৃস্থানীয় পণ্ডিত ছিলেন।[৫] তার কিছু রচনাবলীর মধ্যে রয়েছে:[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biography"qureshifamily.info। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  2. Dehlvi, Sadia (২০১২-০৩-০৫)। The Sufi Courtyard: Dargahs Of Delhi (ইংরেজি ভাষায়)। Harper Collins। আইএসবিএন 978-93-5029-473-4 
  3. The Pakistan Review (ইংরেজি ভাষায়)। Ferozsons Limited। ১৯৬৬। 
  4. "Dehlavi, Shah Waliullah | Encyclopedia.com"www.encyclopedia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  5. Sikand, Yoginder (২০০৫-০৮-২৪)। Bastions of The Believers: Madrasas and Islamic Education in India (ইংরেজি ভাষায়)। Penguin UK। আইএসবিএন 978-93-5214-106-7 
  6. https://archive.org/details/RisailShahAbdulRahimDehlavi-UrduTranslation