শায়খ মাহমুদ আত-তাহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু হাফস মাহমুদ বিন আহমদ আত-তাহান আল-হালাবি আল-নুয়াইমি
স্থানীয় নাম
أبو حفص محمود بن أحمد الطحان الحلبي النعيمي
জন্ম১২ জুন, ১৯৩৫ খ্রি.
আলেপ্পো, সিরিয়া
মৃত্যু২৪ নভেম্বর, ২০২২
সিরিয়া
সমাধিস্থলসিরিয়া
পেশাবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখালেখি, বক্তৃতা
ভাষাআরবি
জাতীয়তাসিরিয়া
নাগরিকত্বসিরিয়া
শিক্ষাশরিয়া অনুষদ; পিএইচডি, হাদিসশাস্ত্র (উলুমুল হাদিস)
শিক্ষা প্রতিষ্ঠানদামেস্ক বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়
সাহিত্য আন্দোলনহাদিসশাস্ত্র (উলুমুল হাদিস), হানাফি
উল্লেখযোগ্য রচনা
সক্রিয় বছর১৯৬০- ২০২২

শায়খ মাহমুদ আত-তাহান হলেন সিরীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত আরব আলেমহাদিসবিশারদ। তিনি ছিলেন হাদীস বিষয়ে অগণিত রচনার লেখক এবং হাদীসশাস্ত্রের সকল বিষয়ে অভিজ্ঞ ও পারদর্শী একজন ব্যক্তি। তার পুরো নাম হল, আবু হাফস মাহমুদ বিন আহমদ আত-তাহান আল-হালাবি আল-নুয়াইমি।[১][২] তিনি ১৯৩৫ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।[১] উলুমুল হাদিসে তার রচিত কয়েকটি বিখ্যাত বই আছে, যা বিশ্বের একাধিক বিখ্যাত ইসলামি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

জন্ম ও বেড়ে ওঠা[সম্পাদনা]

তিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে আলেপ্পোর আল-বাব জেলায় জন্মগ্রহণ করেন। এরপর তিনি প্রথমে মানবিজে এবং পরবর্তীতে আলেপ্পোতে চলে যান। তিনি একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। তার পিতার নাম হাজি আহমেদ আত-তাহান। [২]

শিক্ষা[সম্পাদনা]

শিশুকালে তিনি কিছুদিন আল-বাব এবং কিছুদিন মানবিজে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। এরপর তিনি আলেপ্পোতে গিয়ে মাধ্যমিক শরিয়া বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৪ সালে একটি প্রশংসাপত্রসহ উত্তীর্ণ হন। তিনি আল-হাফিজ স্কুলে শেখ মুহাম্মাদ নাজীব খায়াতের তত্ত্বাবধানে পবিত্র কুরআন মুখস্থ করা শুরু করেন এবং পরবর্তীতে আলেপ্পোর শরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় কুরআন মুখস্থ করা শেষ করেন। [২]

১৯৫৬ সালে তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে ভর্তি হন এবং ১৯৬০ সালে স্নাতক হন। সেখানে চার বছর স্বাতন্ত্র্যের সাথে অধ্যয়ন করার পর এবং স্নাতক হওয়ার আগে তিনি বিয়ে করেন। শরিয়া অনুষদ থেকে স্নাতক হওয়ার পর তিনি চাকরিতে যোগদান করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. تعريف بمحمود الطحان من موقع المكتبة الشاملة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২১-০১-২৬ তারিখে
  2. "محمود طحان"। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫