শামীম আহসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামীম আহসান
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২৩ নভেম্বর ২০২০ – ২৪ সেপ্টেম্বর ২০২৩
পূর্বসূরীআবদুস সোবহান সিকদার
উত্তরসূরীমনিরুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ সেপ্টেম্বর ১৯৬৬
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

শামীম আহসান একজন বাংলাদেশি কূটনীতিবিদ যিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার। ইতিপূর্বে, তিনি ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও তিনি নাইজেরিয়ার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শামীম আহসান ১ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

কর্মজীবন[সম্পাদনা]

শামীম আহসান বাংলাদেশ সিভিল সার্ভিস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরিজীবন শুরু করে তিনি বিভিন্ন দেশে মিশন, হাইকমিশনে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রোমের বাংলাদেশ দূতাবাসে সুনামের সঙ্গে কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইতালি থেকে, জমির হোসেন (১৯ নভেম্বর ২০২০)। "ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০ 
  2. "ইতালিতে পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত শামীম আহসান"banglanews24.com। ২০২০-১১-২২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২