শাদাত উল্লা
অধ্যাপক শাদাত উল্লা | |
---|---|
উপাচার্য | |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২৬ জুলাই ২০১২ – ২৫ জুলাই ২০১৬ | |
পূর্বসূরী | শাহ-ই-আলম |
উত্তরসূরী | কামাল উদ্দিন আহাম্মদ |
কাজের মেয়াদ ১৫ জুলাই ২০০১ – ৯ সেপ্টেম্বর ২০০১ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | এ.এম. ফারুক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ |
মৃত্যু | ৩ আগস্ট ২০২১ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শাদাত উল্লা (অজানা - ৩ আগস্ট ২০২১) একজন বাংলাদেশী কৃষিবিদ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিকালচারাল এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের প্রাক্তন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য। এছাড়াও তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দ্বিতীয়বার শেকৃবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]শাদাত উল্লা কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]শাদাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করার পর ১৯৭৬ সালে তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে (২০০১ সালে শেকৃবি-তে উন্নীত) কৃষি সম্প্রসারণ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন।
স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।[৩]
বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে শাদাত উল্লা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠিতা উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০১ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার শেকৃবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪][৫]
মৃত্যু
[সম্পাদনা]বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৩ আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চলে গেলেন শেকৃবি প্রতিষ্ঠাতা ভিসি শাদাত উল্লা"। দৈনিক কালের কণ্ঠ। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ "করোনায় আক্রান্ত হয়ে শেকৃবির সাবেক উপাচার্য শাদাত উল্লার মৃত্যু"। দৈনিক প্রথম আলো। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ ক খ "শেকৃবি প্রতিষ্ঠাতা উপাচার্য মো. শাদাত উল্লা আর নেই"। দৈনিক ভোরের কাগজ। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ "List of Vice-Chancellor" [উপাচার্যগণের তালিকা]। ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ "করোনায় শেকৃবি প্রতিষ্ঠাতা ভিসি শাদাত উল্লার মৃত্যু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ "করোনায় শেকৃবির সাবেক উপাচার্য শাদাত উল্লার মৃত্যু"। দৈনিক শিক্ষা। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।