শরীফ উদ্দিন চাকলাদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শরীফ উদ্দিন চাকলাদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক।[১]

কর্মজীবন[সম্পাদনা]

চাকলাদার ১৯৯১ সালে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন।[২]

চাকলাদার ১৯ জন বিচারকের মধ্যে একজন যিনি হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। রায়টি সরকারকে হাইকোর্টের ১০ জন বিচারককে পুনর্নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল, যাদের নিয়োগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলনিশ্চিত করেনি।[৩] ২০০৮ সালের অক্টোবরে, কাকরাইলের পার্ক এভিনিউতে জাজেস কমপ্লেক্সে চাকলাদারের বাসায় বোমা ফেলে রাখা হয়।[৪] চাকলাদারের বাসায় বোমা আবিষ্কারের পর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন মেজরের উপস্থিতির নিন্দা করেন।[৫] ২০০৮ সালের অক্টোবরে, চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদকে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক আটক ১০০ জনেরও বেশি রাজনীতিবিদকে জামিন দেওয়ার পর ফৌজদারি মামলার বিচারাধীন বেঞ্চ থেকে মৃত্যুদণ্ডের একটি বেঞ্চে স্থানান্তর করা হয়েছিল।[৬]

২০১৪ সালের ফেব্রুয়ারীতে, চাকলাদার এবং বিচারপতি একেএম শহীদুল হক, একজন মন্ত্রী যমুনা ব্যাংক লিমিটেডের একটি ব্যাংক ঋণ মামলার একটির পক্ষের আনুকূল্যে থাকতে অনুরোধ করায় মামলার শুনানি করতে অস্বীকার করেন।[৭] পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের ওই মন্ত্রীর পদত্যাগের আহ্বান জানায়।[৭][৮] ২০১৪ সালের ২৫ মে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকে চাকলাদার কাজ থেকে বিরত থাকেন।[৯]

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চাকলাদার ও বিচারপতি এ কে এম শহীদুল হকের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন, যারা ২০১৫ সালের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উচ্ছেদের বিষয়টি পর্যবেক্ষণ করেছিলেন।[১০]

চাকলাদার ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "HC 'uneasy' over minister's call"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  2. JPRS Report: Near East & South Asia (ইংরেজি ভাষায়)। Foreign Broadcast Information Service। ১৯৯১। পৃষ্ঠা 50। 
  3. "19 sitting judges oppose HC rule"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  4. "Bombs left in SC judge's residence"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  5. "Army officer 'takes care' of SC cause list"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  6. "Chaklader bench gets new jurisdiction"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  7. "Fire the minister"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  8. "SCBA demands minister's removal"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  9. Correspondent, Staff। "Many judges skip High Court amid boycott"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  10. "Explain remarks about Khaleda's eviction verdict"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৪-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৫ 
  11. "Annual Report 2016" (পিডিএফ)justiceaudit.org। ১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৪