বিষয়বস্তুতে চলুন

কাকরাইল

স্থানাঙ্ক: ২৩°৪৪′১৩″ উত্তর ৯০°২৪′১৩″ পূর্ব / ২৩.৭৩৬৯৪° উত্তর ৯০.৪০৩৬১° পূর্ব / 23.73694; 90.40361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাকরাইল বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় আবাসিক এলাকা।[]

কাকরাইল বীর উত্তম শামসুল আলম সড়ক, কাকরাইল মোড় থেকে কাকরাইল মসজিদের দিকে, ঢাকা

ইতিহাস

[সম্পাদনা]

১৭শ শতাব্দী থেকেই এখানে মানুষের যথেষ্ট আনাগোনা ছিল। ১৮শ শতাব্দীর শেষের দিক থেকেই এই এলাকায় মানুষ আবাসিকভাবে বসবাস করা শুরু করে।

কাকরাইলের অবস্থান

[সম্পাদনা]

কাকরাইল ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ ও বিলাসবহুল একটি জায়গা। এটি মগবাজারের দক্ষিণে অবস্থিত।

গুরুত্বপূর্ণ স্থান

[সম্পাদনা]
প্রধান হিসাবরক্ষণ কর্মকতার কার্যালয়

বাংলাদেশ সরকারের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার'স ইনস্টিটিউট

এখানে রয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল।

ঐতিহাসিক মসজিদ

[সম্পাদনা]

কাকরাইলে রয়েছে ঐতিহাসিক কাকরাইল মসজিদ। এখানে তাবলীগ জামাতের লোকজন একত্রিত হয়ে থাকে।

রমনা পার্ক

[সম্পাদনা]

রমনা পার্ক এই এলাকার সীমানার মধ্যেই অবস্থিত।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

ইউআইটিএস, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, উইল্‌স্‌ লিট্‌ল্‌ ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ

বাণিজ্যিক প্রতিষ্ঠান

[সম্পাদনা]

ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়াও দেশ টিভি, শ্রুতি রেকর্ডিং স্টুডিও, মিডিয়া পাড়া এর প্রধান কার্যালয় এবং স্টুডিও কাকরাইলে অবস্থিত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কাকরাইল, মো: মাসুদুর রহমান, বাংলাপিডিয়া, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা থেকে প্রকাশিত।
  2. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৮৭-১৮৮, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩