লুডোভিক গিউলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুডোভিক গিউলি
২০১৭ সালে গিউলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুডোভিক ভিনসেন্ট গিউলি[১]
জন্ম (1976-07-10) ১০ জুলাই ১৯৭৬ (বয়স ৪৭)
জন্ম স্থান লিয়োনে, ফ্রান্স
উচ্চতা ১.৬৪ মিটার[২]
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিয়োনে (সহকারী ম্যানেজার)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৪–১৯৯৮ লিয়োনে ১০০ (২১)
১৯৯৮–২০০৪ মোনাকো ১৮৪ (৪৭)
২০০৪–২০০৭ বার্সেলোনা ৮৫ (১৯)
২০০৭–২০০৮ রোমা ৩২ (৬)
২০০৮–২০১১ প্যারিস সেন্ট-জার্মেই ১০০ (১৬)
২০১১–২০১২ মোনাকো ২৭ (৩)
২০১২–২০১৩ লরিয়াঁ ১৭ (১)
২০১৩–২০১৬ গোল এফসি ৩৬ (১৫)
মোট ৫৮১ (১২৮)
জাতীয় দল
২০০০–২০০৫ ফ্রান্স ১৭ (৩)
২০১১ কর্সিকা (০)
পরিচালিত দল
২০১৯–২০২০ মোনাকো যুব (সহকারী)
২০২২– লিয়োনে (সহকারী)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
ফিফা কনফেডারেশন্স কাপ
বিজয়ী ২০০৩ ফ্রান্স
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

লুডোভিক ভিনসেন্ট গিউলি (জন্ম: ১০ জুলাই ১৯৭৬) একজন ফরাসি প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি উইঙ্গার হিসেবে খেলতেন।

গিউলি আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন, পাঁচ বছরের ব্যবধানে ১৭ টি ক্যাপ অর্জন করেছেন এবং তাদের ২০০৩ ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী দলের সদস্য ছিলেন। তার অন্যতম সেরা মুহূর্ত ছিল বার্সেলোনার স্কোয়াডের অংশ হওয়া, কারণ তিনি ২০০৫-০৬ সালে দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছিলেন। জুন ২০২২ সাল থেকে, তিনি লিয়োনে সহকারী ব্যবস্থাপক হিসেবে আছেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Entreprise Ludimo à Lyon (69004)" [Company Ludimo in Lyon (69004)]। Figaro Entreprises (ফরাসি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০ 
    "Ludovic Giuly"BFM Business (ফরাসি ভাষায়)। NextInteractive। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০ 
  2. "Ludovic Giuly"Soccerway। Global Sports Media। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Ludovic Giuly intègre le staff de l'OL !" (ফরাসি ভাষায়)। Olympique Lyonnais। ২২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২